LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 23-2-2022
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 23-2-2022

Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs


প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোন্‌টি -

(ক) বাংলাদেশ

(খ) মায়ানমার

(গ) চিন

(ঘ) জাপান

উত্তরঃ (গ) চিন


প্রশ্নঃ ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? -

(ক) ষষ্ঠ

(খ) পঞ্চম 

(গ) তৃতীয়

(ঘ) দ্বিতীয়

উত্তরঃ (ঘ) দ্বিতীয়


প্রশ্নঃ "Sky River" নামে কোন নদী পরিচিত? -

(ক) ব্রহ্মপুত্র

(খ) গোদাবরী

(গ) গঙ্গা

(ঘ) নর্মদা

উত্তরঃ (ক) ব্রহ্মপুত্র


প্রশ্নঃ নদীর প্রবাহমান জলকে কি বলে? -

(ক) লেনটিক জল

(খ) লোটিক জল

(গ) খরজল

(ঘ) মিষ্ট জল

উত্তরঃ (ক) লেনটিক জল


প্রশ্নঃ কম্পিউটারের মস্তিষ্ক কী? -

(ক) মাউস

(খ) মাদারবোর্ড

(গ) সিপিইউ

(ঘ) কীবোর্ড

উত্তরঃ (গ) সিপিইউ


প্রশ্নঃ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? -

(ক) কলকাতার অরিয়েন্টাল ম্যাগাজিন

(খ) ক্যালকাটা গেজেট

(গ) ক্যালকাটা ক্রনিকল

(ঘ) বেঙ্গল গেজেট

উত্তরঃ (ঘ) বেঙ্গল গেজেট


প্রশ্নঃ ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোন্‌টি? -

(ক) আংকেশ্বর

(খ) বোম্বে হাই

(গ) ডিগবয়

(ঘ) মোরান

উত্তরঃ (গ) ডিগবয়


প্রশ্নঃ সূর্যের রশ্মী প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ দেখা যায়? -

(ক) ৩টি

(খ) ৫টি

(গ) ৭টি

(ঘ) ৯টি

উত্তরঃ (গ) ৭টি


প্রশ্নঃ মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? -

(ক) রাজ্যপাল

(খ) রাষ্ট্রপতি

(গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

(ঘ) হাইকোর্টের প্রধান বিচারপতি

উত্তরঃ (ক) রাজ্যপাল


প্রশ্নঃ মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল -

(ক) ৩১টি

(খ) ৩১ জোড়া

(গ) ১২টি

(ঘ) ১২ জোড়া

উত্তরঃ (ঘ) ১২ জোড়া

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close