Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022 কোন শহরে আয়োজিত হয়েছে? -
(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) পুনে
উত্তরঃ (গ) মুম্বাই
প্রশ্নঃ সম্প্রতি কোন ব্র্যান্ড টেনিস খেলোয়াড় মানিকা বাত্রাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? -
(ক) Adidas
(খ) Bata
(গ) Levi
(ঘ) Boat
উত্তরঃ (ক) Adidas
প্রশ্নঃ বিহারের সাকিবুল ঘানি ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম-শ্রেণীর অভিষেকে কোন সেঞ্চুরি করেছেন? -
(ক) একটি শতক
(খ) তিনটি শতক
(গ) চারটি শতক
(ঘ) দুইটি শতক
উত্তরঃ (খ) তিনটি শতক
প্রশ্নঃ হুরুন রিপোর্ট অনুসারে, 2021 সালে ভারতে ধনী পরিবারগুলির শতকরা হার কত বেড়েছে? -
(ক) 6%
(খ) 8%
(গ) 11%
(ঘ) 16%
উত্তরঃ (গ) 11%
প্রশ্নঃ 23 ফেব্রুয়ারি কোন রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে? -
(ক) মিজোরাম
(খ) উত্তর প্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) গোয়া
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের কৃতিত্বের চিত্র প্রদর্শনী 'বিজ্ঞান সর্বত্র পূজ্যতে' সারা দেশে কতটি স্থানে শুরু হয়? -
(ক) ৫৪
(খ) ৬৮
(গ) ৭৫
(ঘ) ৮৩
উত্তরঃ (গ) ৭৫
প্রশ্নঃ সম্প্রতি লালুপ্রসাদ যাদবকে কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে? -
(ক) ৩ বছর
(খ) ৫ বছর
(গ) ৭ বছর
(ঘ) ৮ বছর
উত্তরঃ (খ) ৫ বছর
প্রশ্নঃ কোন দেশ আফগানিস্তানে গমের চালান শুরু করবে? -
(ক) আমেরিকা
(খ) চিন
(গ) পাকিস্থান
(ঘ) ভারত
উত্তরঃ (ঘ) ভারত
প্রশ্নঃ ভারত এবং কোন দেশ নীল অর্থনীতি এবং সমুদ্র শাসনে দ্বিপাক্ষিক বিনিময় বাড়াতে রোডম্যাপে স্বাক্ষর করেছে? -
(ক) ফ্রান্স
(খ) সোমালিয়া
(গ) সুইজারল্যান্ড
(ঘ) জাপান
উত্তরঃ (ক) ফ্রান্স
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ডি-এস্কেলেশন আলোচনার জন্য জরুরি UNSC বৈঠক চায়? -
(ক) ভারত
(খ) চিন
(গ) ইউক্রেন
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) ইউক্রেন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ