Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "হুতোমপ্যাঁচার নক্সা' কার রচনা -
(ক) কালীপ্রসন্ন কাব্যবিশারদ
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) প্যারিচরণ সরকার
(ঘ) প্যারিচাঁদ মিত্র
উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ
প্রশ্নঃ নিম্নলিখিত কোন ধারণাটি ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ গ্রহণ করেননি? -
(ক) নির্দেশাত্মক নীতি
(খ) মৌলিক কর্তব্য
(গ) যুগ্ম তালিকা
(ঘ) মৌলিক অধিকার
উত্তরঃ (খ) মৌলিক কর্তব্য
প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনা কে অন্তর্ভুক্ত করে? -
(ক) আয়ারল্যান্ড
(খ) কানাডা
(গ) ইংল্যান্ড
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হয়? -
(ক) অন্তর্ভুক্তি করণের মাধ্যমে
(খ) গণভোটের মাধ্যমে
(গ) পুলিশী পদক্ষেপের মাধ্যমে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অন্তর্ভুক্তি করণের মাধ্যমে
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি বার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? -
(ক) কর্ণাটক
(খ) কেরালা
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
প্রশ্নঃ নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? -
(ক) জমির উপরের স্থানীয় উপর
(খ) গৃহকর
(গ) আয়কর
(ঘ) সরকারের অনুদান
উত্তরঃ (গ) আয়কর
প্রশ্নঃ ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? -
(ক) ভারত শাসন আইন ১৯৩৫
(খ) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯
(গ) ভারত শাসন আইন ১৯১৯
(ঘ) ভারত শাসন আইন ১৮৪৮
উত্তরঃ (ক) ভারত শাসন আইন ১৯৩৫
প্রশ্নঃ পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় -
(ক) ২৪৩
(খ) ২৪৪
(গ) ২৪৫
(ঘ) ২৪৬
উত্তরঃ (ক) ২৪৩
প্রশ্নঃ ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল -
(ক) সামরিক
(খ) একনায়কতান্ত্রিক
(গ) গণতান্ত্রিক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) গণতান্ত্রিক
প্রশ্নঃ ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রূপায়ণ করেছে -
(ক) সুইডেন
(খ) কানাডা
(গ) ব্রিটেন
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) ব্রিটেন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ