ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - 153
PART - B
১) সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ উচ্ছব কার কাছ থেকে কৌটো নিয়ে এসেছিল? -
(ক) সতীশবাবু
(খ) বড়োপিসিমা
(গ) বড়ো বউ
(ঘ) সাধন দাস
উত্তরঃ (ক) সতীশবাবু
১.২ এর মধ্যে কোন কাঠ কর্তার মৃত্যু নিবারণী যজ্ঞে লেগেছিল? -
(ক) বেল
(খ) যজ্ঞডুমুর
(গ) আম
(ঘ) শিরিষ
উত্তরঃ (ক) বেল
১.৩ 'তাকে দেখে সবাই তর্ক থামাল' - সে হল -
(ক) চৌকিদার
(খ) মোল্লাসাহেব
(গ) বুড়ি
(ঘ) ভটচাজমশাই
উত্তরঃ (গ) বুড়ি
১.৪ 'কবির দেহ চায়' -
(ক) বিশ্রাম
(খ) অবগাহন
(গ) সবুজ বাগান
(ঘ) প্রকৃতি
উত্তরঃ (গ) সবুজ বাগান
১.৫ 'অবসন্ন মানুষের শরীর দেখি ধুলোর কলঙ্গ' - সময়টি হল -
(ক) রাত্রি
(খ) দুপুর
(গ) বিকেল
(ঘ) সকাল
উত্তরঃ (ঘ) সকাল
১.৬ কবিতায় রূপনারায়ন নদীটি কীসের প্রতীক? -
(ক) কল্পনার
(খ) মৃত্যুর
(গ) বিশ্বসংসারের
(ঘ) বাসভূমির
উত্তরঃ (গ) বিশ্বসংসারের
১.৭ 'হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে।' -
(ক) উচ্ছব
(খ) বাসিনী
(গ) জগা
(ঘ) ভজন
উত্তরঃ (ক) উচ্ছব
১.৮ 'বাদা থেকে চাল আসছে' - বাদা কে? -
(ক) পুকুর
(খ) বিস্তীর্ণ জলাভূমি
(গ) সমুদ্র
(ঘ) বিদেশ
উত্তরঃ (খ) বিস্তীর্ণ জলাভূমি
১.৯ 'বিভাব' কী ধরনের নাটক? -
(ক) একাঙ্ক
(খ) সামাজিক
(গ) প্রহসন
(ঘ) অ্যাবসার্ড
উত্তরঃ (ক) একাঙ্ক
অথবা, 'রাজনীতি বড়ো কূট' - বক্তা -
(ক) রজনী
(খ) মহম্মদ
(গ)কালীনাথ
(ঘ) রামব্রীজ
উত্তরঃ (ক) রজনী
১.১০ রজনীকান্ত 'রিজিয়া' নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন?
(ক) বক্তিয়ার
(খ) সাজাহান
(গ) মহম্মদ
(ঘ) মিরজুমলা
উত্তরঃ (ক) বক্তিয়ার
অথবা, নাটক করাকে নাট্যকার বলেছেন -
(ক) বোকামি
(খ) শখ
(গ) নেশা
(ঘ) আয়ের পথ
উত্তরঃ (ক) বোকামি
১.১১ অমরের বাড়ির জানলাটির অবস্থান -
(ক) উত্তরদিকে
(খ) পূর্বদিকে
(গ) পশ্চিমদিকে
(ঘ) দক্ষিণদিকে
উত্তরঃ (ঘ) দক্ষিণদিকে
অথবা, 'মৃত্যুভয় দেখাও কাহারে?' - এটি কোন নাটকের সংলাপ? -
(ক) মেবার পতন
(খ) সাজাহান
(গ) রিজিয়া
(ঘ) নূরজাহান
উত্তরঃ (গ) রিজিয়া
১.১২ 'মরা হাতি সোয়া লাখ - কথাটি -
(ক) কালীনাথের
(খ) রজনীর
(গ) দর্শকের
(ঘ) রামব্রীজের
উত্তরঃ (খ) রজনীর
অথবা, 'বহুরূপী' নাট্য গোষ্ঠী পরিচালিত প্রথম নাটক -
(ক) বিভাব
(খ) রাজা অয়াদিপাউস
(গ) উলুখাগরা
(ঘ) নবান্ন
উত্তরঃ (গ) উলুখাগরা
১.১৩ বলী কান্ধারী ছিলেন একজন -
(ক) দরবেশ
(খ) ধনী ব্যক্তি
(গ) গৃহী ব্যক্তি
(ঘ) ভীরু ব্যক্তি
উত্তরঃ (ক) দরবেশ
অথবা, 'আটলান্টিস' নামটি যেখানে পাওয়া যায় -
(ক) রূপকথা
(খ) উপকথা
(গ) পুরানকথা
(ঘ) লোককথা
উত্তরঃ (খ) উপকথা
১.১৪ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র -
(ক) রাজা হরিশচন্দ্র
(খ) জামাইষষ্ঠী
(গ) বিদ্যাপতি
(ঘ) বিল্বমঙ্গল
উত্তরঃ (ক) রাজা হরিশচন্দ্র
১.১৫ 'সাঁওতাল দম্পতি' চিত্রটির স্রষ্টা -
(ক) রামকিঙ্কর বেইজ
(খ) নন্দলাল বসু
(গ) যামিনী রায়
(ঘ) রবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) রামকিঙ্কর বেইজ
১.১৬ বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত -
(ক পঙ্কজ রায়
(খ) শ্যামসুন্দর মিত্র
(গ) প্রবীর সেন
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী
উত্তরঃ (ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী
১.১৭ বর্ণনামূলক ভাষায় আলোচনার প্রধান বিষয় -
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ (গ) চারটি
১.১৮ 'জাতীয়তাবাদ' - কোন শ্রেণির রূপমূল?
(ক) জটিল
(খ) মিশ্র
(গ) সমন্বয়ী
(ঘ) সরল
উত্তরঃ (ক) জটিল
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ