gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 18-2-2022
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 18-2-2022

Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs


প্রশ্নঃ যদুগোরা খনি অঞ্চলে কোন ধাতুর প্রাপ্তির কারণে বিখ্যাত -

(ক) ক্যালসিয়াম

(খ) ইউরেনিয়াম

(গ) অ্যালুমিনিয়াম

(ঘ) তামা

উত্তরঃ (খ) ইউরেনিয়াম


প্রশ্নঃ গলগন্ড রোগের দ্বারা আক্রান্ত অংশটি হল -

(ক) বক্ষপ্রাচীর

(খ) ক্ষুদ্রান্ত্র

(গ) থাইরয়েড গ্রন্থি

(ঘ) অস্থিসন্ধি

উত্তরঃ (গ) থাইরয়েড গ্রন্থি


প্রশ্নঃ বৈদিক যুদের স্বর্ণ মুদ্রার নাম কি? -

(ক) মনা

(খ) ভাগ

(গ) পঞ্চশীল

(ঘ) নিস্ক

উত্তরঃ (ঘ) নিস্ক


প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপনাসিক কে? -

(ক) অনুরুপা দেবী

(খ) প্রভাবতি দেবী

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) নিরুপমা দেবী

উত্তরঃ (গ) স্বর্ণকুমারী দেবী


প্রশ্নঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় -

(ক) ২৪শে ডিসেম্বর

(খ) ১২ই নভেম্বর

(গ) ৬ই জুন

(ঘ) ৮ই সেপ্টেম্বর

উত্তরঃ (ঘ) ৮ই সেপ্টেম্বর


প্রশ্নঃ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮৩৩ সালে

(খ) ১৮৩৪ সালে

(গ) ১৮৩৫ সালে

(ঘ) ১৮৩৬ সালে

উত্তরঃ (গ) ১৮৩৫ সালে


প্রশ্নঃ ভাজক কলা কোথায় থাকে -

(ক) মূলের মধ্য প্রান্তে

(খ) মূলের পশ্চাতে

(গ) কান্ডের পশ্চাৎ প্রান্তে

(ঘ) বিটপের অগ্র

উত্তরঃ (ঘ) বিটপের অগ্র


প্রশ্নঃ "প্যারাডাইজ লস্ট" কার লেখা -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শেলী

(গ) মিলটন

(ঘ) শেক্সপিয়ার

উত্তরঃ (গ) মিলটন


প্রশ্নঃ পৃথিবীর কফি পাত্র বলা হয় - 

(ক) ব্রাজিল

(খ) চিলি

(গ) কিউবা

(ঘ) আর্জেন্টিনা

উত্তরঃ (ক) ব্রাজিল


প্রশ্নঃ সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন -

(ক) রামপাল

(খ) দেবপাল

(গ) মহীপাল

(ঘ) বিজয় সেন

উত্তরঃ (ক) রামপাল


প্রশ্নঃ বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় -

(ক) ২৯শে আগস্ট

(খ) ১০ই ডিসেম্বর

(গ) ১২ই অক্টোবর

(ঘ) ১১ই নভেম্বর

উত্তরঃ (খ) ১০ই ডিসেম্বর


প্রশ্নঃ উচ্চ রক্তচাপ ও উন্মাদনা কমাতে কোন উপক্ষারটি ব্যবহৃত হয়? -

(ক) মরফিন

(খ) ডাটুরিন

(গ) রেসারপিন

(ঘ) কুইনাইন

উত্তরঃ (গ) রেসারপিন


প্রশ্নঃ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? -

(ক) কাহিমা ম্যান

(খ) এডউইন হারল

(গ) জর্জ গ্যামো

(ঘ) কাউড ফুকস

উত্তরঃ (খ) এডউইন হারল


প্রশ্নঃ অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় -

(ক) অঙ্গদ

(খ) গুরু নানক

(গ) গুরু রামদাস

(ঘ) গুরু অর্জুন

উত্তরঃ (গ) গুরু রামদাস


প্রশ্নঃ ভারতের প্রথম উপগ্রহ কোন্‌টি? -

(ক) অ্যাপোলো

(খ) রোহিণী

(গ) ভাস্কর

(ঘ) আর্যভট্ট

উত্তরঃ (ঘ) আর্যভট্ট


প্রশ্নঃ সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? -

(ক) O

(খ) A

(গ) B

(ঘ) AB

উত্তরঃ (ক) O


প্রশ্নঃ নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? -

(ক) গোদাবরী

(খ) কৃষ্ণা

(গ) কাবেরী

(ঘ) গঙ্গা

উত্তরঃ (খ) কৃষ্ণা


প্রশ্নঃ "সার্ভে অফ ইন্ডিয়া"-র সদর দফতর কোথায় অবস্থিত -

(ক) চেন্নাইয়ে

(খ) মুম্বাইয়ে

(গ) কলকাতায়

(ঘ) দেরাদুনে

উত্তরঃ (ঘ) দেরাদুনে


প্রশ্নঃ বৃক্কের গঠনগত এবং কার্যগত একক -

(ক) শিরা

(খ) রাইব

(গ) নেফ্রন

(ঘ) নিউনিন

উত্তরঃ (গ) নেফ্রন


প্রশ্নঃ কোষ আবিষ্কার করেন -

(ক) রবার্ট উইলিয়াম

(খ) রবার্ট অ্যাডাম

(গ) ডেভিড জনসন

(ঘ) রবার্ট হুক

উত্তরঃ (ঘ) রবার্ট হুক



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close