ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 396
বিভাগ - ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১.১ উদ্ভিদের পার্শ্বমূল অভিকর্ষের কেন্দ্রপথের সঙ্গে সমকোণে বাড়ে, তাই এটিকে বলা হয় -
(ক) পজিটিভ জিওট্রপিক
(খ) নেগেটিভ জিওট্রপিক
(গ) ট্রান্সভার্স জিওট্রপিক
(ঘ) ট্রাসভার্স ফেটোট্রপিক
উত্তরঃ (গ) ট্রান্সভার্স জিওট্রপিক
১.২ কোশ বিভাজনে DNA সংশ্লেষ হয় কোন দশায়
(ক) M
(খ) G₁
(গ) G₂
(ঘ) S
উত্তরঃ (ঘ) S
১.৩ "ক" স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে "খ" স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরের মধ্যে সঠিকটি নির্বাচন করো।
উত্তরঃ
(ক) ক - ৩, খ - ২, গ - ৪, ঘ - ১
(খ) ক - ৪, খ - ১, গ - ২, ঘ - ৩
(গ) ক - ১, খ - ২, গ - ৩, ঘ - ৪
(ঘ) ক - ২, খ - ৩, গ - ১, ঘ - ৪
উত্তরঃ (ক) ক - ৩, খ - ২, গ - ৪, ঘ - ১
১.৪ এর মধ্যে কোন্টি কৃত্রিম অক্সিন নয়? -
(ক) NAA
(খ) IPA
(গ) IBA
(ঘ) অ্যাজাকাইনেটিন
উত্তরঃ (ঘ) অ্যাজাকাইনেটিন
১.৫ পুনরুৎপাদনের মাধ্যমে কোন জীবটি বংশবিস্তার করে -
(ক) হাইড্রো
(খ) প্যারামেসিয়াম
(গ) ইস্ট
(ঘ) প্ল্যানেরিয়া
উত্তরঃ (ঘ) প্ল্যানেরিয়া
১.৬ একজন স্বাভাবিক মহিলার (বর্ণান্ধ বাহক) সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানেরা হবে -
(ক) সকল কন্যা স্বাভাবিক
(খ) সকল কন্যা বর্ণান্ধ
(গ) সকল পুত্র স্বাভাবিক
(ঘ) সকল পুত্র বর্ণান্ধ
উত্তরঃ (ক) সকল কন্যা স্বাভাবিক
১.৭ তোমার বন্ধুর বাবার মধুমেহ রোগ হয়েছে। কোন হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয়।
(ক) অ্যাড্রিনালিন
(খ) ADH
(গ) ইনসুলিন
(ঘ) থাইরক্সিন
উত্তরঃ (গ) ইনসুলিন
১.৮ নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে -
(ক) ফল
(খ) বীজ
(গ) বীজত্বক
(ঘ) সস্য
উত্তরঃ (ক) ফল
১.৯ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য -
(ক) 44A+XX
(খ) 44A+XY
(গ) 44A+XXY
(ঘ) 44A+XYY
উত্তরঃ (খ) 44A+XY
১.১০ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল -
(ক) থ্যালামাস
(খ) লঘুমস্তিষ্ক
(গ) সুষুম্নাশীর্ষক
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তরঃ (ঘ) হাইপোথ্যালামাস
১.১১ মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে তা হল -
(ক) শৈশব
(খ) বয়ঃসন্ধি
(গ) বার্ধক্য
(ঘ) সদ্যোজাত
উত্তরঃ (গ) বার্ধক্য
১.১২ কোন ব্যতিক্রমী ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয় -
(ক) অসম্পূর্ণ প্রকটতা
(খ) স্বাধীনবিন্যাস সূত্র
(গ) পৃথকীভবন
(ঘ) অগ্রস্থ প্রকটতা
উত্তরঃ (ক) অসম্পূর্ণ প্রকটতা
১.১৩ কোন্ অঙ্গটি নষ্ট হলে মানুষের ভারসাম্য বিঘ্নিত হবে -
(ক) চক্ষু
(খ) কর্ণ
(গ) নাসিকা
(ঘ) জিহ্বা
উত্তরঃ (খ) কর্ণ
১.১৪ মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয়-মেরুর দিকে গমন করে তা হল -
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (ঘ) অ্যানিমিয়া
১.১৫ কোনটি বংশগত রোগ নয় -
(ক) হিমোফিলিয়া
(খ) বর্ণান্ধতা
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) অ্যানিমিয়া
উত্তরঃ (ঘ) অ্যানিমিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ