Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ফারুকসিয়ারের ফরমান জারি হয় কত সালে? -
(ক) ১৭১৯ সালে
(খ) ১৭১৭ সালে
(গ) ১৬১৬ সালে
(ঘ) ১৬১৫ সালে
উত্তরঃ (খ) ১৭১৭ সালে
প্রশ্নঃ মহেজ্ঞোদারো কথার অর্থ কি? -
(ক) মৃতের স্তূপ
(খ) মৃতের শহর
(গ) হরপ্পা সভ্যতা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) মৃতের স্তূপ
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? -
(ক) বিহার
(খ) ক্যারল
(গ) রাজস্থান
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (ক) বিহার
প্রশ্নঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর থেকে বিচ্ছিন্ন -
(ক) ২০ ডিগ্রী চ্যানেল
(খ) ১৫ ডিগ্রী চ্যানেল
(গ) ৫ ডিগ্রী চ্যানেল
(ঘ) ১০ ডিগ্রী চ্যানেল
উত্তরঃ (ঘ) ১০ ডিগ্রী চ্যানেল
প্রশ্নঃ TISCO কোথায় অবস্থিত? -
(ক) দুর্গাপুরে
(খ) জামশেদপুরে
(গ) হলদিয়াতে
(ঘ) বিলাইয়ে
উত্তরঃ (খ) জামশেদপুরে
প্রশ্নঃ প্রকৃতির স্পঞ্জ বলা হয় -
(ক) তৃণভূমিকে
(খ) খালকে
(গ) জলাশয়কে
(ঘ) বনভূমিকে
উত্তরঃ (গ) জলাশয়কে
প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনঘনত্বের পশ্চিমবঙ্গের স্থান -
(ক) দ্বিতীয়
(খ) তৃতীয়
(গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
উত্তরঃ (ক) দ্বিতীয়
প্রশ্নঃ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয় কোন্ সংস্থা? -
(ক) ইউএনডিপি
(খ) ইউনিসেফ
(গ) ইউনেস্কো
(ঘ) জাতিসংঘ
উত্তরঃ (গ) ইউনেস্কো
প্রশ্নঃ ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু হল -
(ক) কন্যা কুমারিকা অন্তরীপ
(খ) রামেশ্বর
(গ) তিরুবন্তপুরম
(ঘ) ইন্দিরা পয়েন্ট
উত্তরঃ (ক) কন্যা কুমারিকা অন্তরীপ
প্রশ্নঃ মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ? -
(ক) বৃক্ক
(খ) হৃৎপিন্ড
(গ) নাক
(ঘ) যকৃৎ
উত্তরঃ (খ) হৃৎপিন্ড
প্রশ্নঃ নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? -
(ক) ভার্গিস কুরিয়েন
(খ) অরুণ কৃষ্ণান
(গ) দুর্গেশ প্যাটেল
(ঘ) এম এস স্বামীনাথন
উত্তরঃ (খ) অরুণ কৃষ্ণান
প্রশ্নঃ ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় -
(ক) চেন্নাই
(খ) দিল্লি
(গ) কর্ণাটক
(ঘ) বেঙ্গালুরু
উত্তরঃ (ক) চেন্নাই
প্রশ্নঃ অমরকোষ গ্রন্থটি রচয়িতা কে -
(ক) বসুমিত্র
(খ) অমরসিংহ
(গ) বরাহমিহির
(ঘ) সন্ধাকর নন্দী
উত্তরঃ (খ) অমরসিংহ
প্রশ্নঃ ভারতের জনবহুল রাজ্যটি হল -
(ক) রাজস্থান
(খ) পশ্চিমবঙ্গ
(গ) উত্তর প্রদেশ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ "দ্য ফিউচার অফ ইন্ডিয়া" কার লেখা? -
(ক) নীরদ সি চৌধুরী
(খ) অনুরাগ মাথুর
(গ) বিমল জালান
(ঘ) অমিতাভ ঘোষ
উত্তরঃ (গ) বিমল জালান
প্রশ্নঃ গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? -
(ক) মিশর
(খ) চিন
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ সুপার নোভা হল -
(ক) মরণাপন্ন নক্ষত্র
(খ) ধূমকেতু
(গ) ব্ল্যাক হোল
(ঘ) গ্রহাণুপুঞ্জ
উত্তরঃ (ক) মরণাপন্ন নক্ষত্র
প্রশ্নঃ হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক -
(ক) ওয়াটসন
(খ) প্রিস্টলি
(গ) হেনরি ক্যাভেনডিশ
(ঘ) ল্যাভয়সিয়ে
উত্তরঃ (গ) হেনরি ক্যাভেনডিশ
প্রশ্নঃ ভারতে কোন রাজ্য রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? -
(ক) ছত্রিশগড়
(খ) পশ্চিমবঙ্গ
(গ) কেরালা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) কেরালা
প্রশ্নঃ ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি রয়েছে? -
(ক) পঞ্চগড়ে
(খ) চেন্নাইতে
(গ) হিন্দমোটরে
(ঘ) জামশেদপুরে
উত্তরঃ (গ) হিন্দমোটরে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ