২। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি সনাক্তকরণ করো ঃ
(১) প্রমিথিউস চরিত্রটি হল -
(ক) রামায়ণ মহাকাব্যের কিংবদন্তি চরিত্র
(খ) মহাভারতের কিংবদন্তি চরিত্র
(গ) গ্রিসের কিংবদন্তি চরিত্র
(ঘ) রোমের কিংবদন্তি চরিত্র
উত্তরঃ (গ) গ্রিসের কিংবদন্তি চরিত্র
(২) "ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো" - এই কথাটি বলেছেন -
(ক) র্যাঙ্কে
(খ) ই এইচ কার
(গ) এস সি হিল
(ঘ) রবার্ট ওর্ম
উত্তরঃ (খ) ই এইচ কার
(৩) আধুনিক ইতিহাসচর্চার জনক ছিলেন -
(ক) হেরোডোটাস
(খ) থুকিডিডিস
(গ) ইবন খালদুন
(ঘ) সেন্ট আগাস্টিন
উত্তরঃ (গ) ইবন খালদুন
(৪) টয় মিউজিয়াম হল এক ধরনের -
(ক) স্থানীয় জাদুঘর
(খ) বিশেষ জাদুঘর
(গ) ব্যক্তিগত জাদুঘর
(ঘ) নেট জাদুঘর
উত্তরঃ (খ) বিশেষ জাদুঘর
(৫) মুর্শিদকুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর -
(ক) বাবরের
(খ) ঔরঙ্গজেবের
(গ) আকবরের
(ঘ) শাহজাহানের
উত্তরঃ (খ) ঔরঙ্গজেবের
(৬) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল -
(ক) ১৭৪৫ খ্রীঃ
(খ) ১৭৪৬ খ্রীঃ
(গ) ১৮৪৮ খ্রীঃ
(ঘ) ১৮৪৮ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৮৪৮ খ্রীঃ
(৭) 'Lays of Ancient Rome' গ্রন্থটির লেখক হলেন -
(ক) জেমস মিল
(খ) ব্যাবিংটন মেকলে
(গ) স্টুয়ার্ট মিল
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (খ) ব্যাবিংটন মেকলে
(৮) ফোর্ট ইউলিয়াম কলেক প্রতিষ্ঠা করেন -
(ক) উইলিয়াম জোন্স
(খ) জোনাথন ডানকান
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) জেমস মিল
উত্তরঃ (গ) লর্ড ওয়েলেসলি
(৯) সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনের জন্য রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেছিলেন তার নাম হল -
(ক) দিগদর্শন
(খ) সম্বাদ কৌমুদী
(গ) সমাচার দর্পন
(ঘ) বামাবোধিনী
উত্তরঃ (খ) সম্বাদ কৌমুদী
(১০) বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় যে আইনের মাধ্যমে সেই আইনটি হল -
(ক) সপ্তম আইন
(খ) তিন আইন
(গ) বিধবা বিবাহ আইন
(ঘ) অষ্টম আইন
উত্তরঃ (খ) তিন আইন
(১১) 'শিব জ্ঞানে জীব সেবা' এই কথাটি বলেছেন -
(ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) শ্রীচৈতন্য দেব
উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
(১২) জ্যোতিবা ফুলে 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -
(ক) ১৭৭৩ খ্রীঃ
(খ) ১৮৭৩ খ্রীঃ
(গ) ১৮৭২ খ্রীঃ
(ঘ) ১৮৮২ খ্রীঃ
উত্তরঃ (খ) ১৮৭৩ খ্রীঃ
(১৩) ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রীঃ 'হুইটলি কমিশন' গঠন করেছিল -
(ক) কৃষকদের অবস্থার উন্নতির জন্য
(খ) শ্রমিকদের স্বার্থে
(গ) সাধারণ মানুষের স্বার্থে
(ঘ) দলিত সম্প্রদায়ের স্বার্থে
উত্তরঃ (খ) শ্রমিকদের স্বার্থে
(১৪) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের নিকট আবেদন জানায় -
(ক) কাং-ইউ-ওয়ে
(খ) কোয়াং সু
(গ) সাইউয়ান পেই
(ঘ) চেন-তু-শিউ
উত্তরঃ (ক) কাং-ইউ-ওয়ে
(১৫) স্তম্ভ 'ক' র সাথে 'খ' স্তম্ভ ভারসাম্য বিধান করো ঃ
উত্তরঃ
বিকল্পগুলি হল ঃ
(ক) i - a, ii - b, iii - c, iv - d
(খ) i - b, ii - d, iii - a, iv - c
(গ) i - a, ii - d, iv - b
(ঘ) i - b, ii - a, iii - c, iv - d
উত্তরঃ (ঘ) i - b, ii - a, iii - c, iv - d
(১৬) মিরাট ষড়যন্ত্র মামলার কী উদ্দেশ্য ছিল? -
(ক) কমিউনিস্টদের ধ্বংস করা
(খ) জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা
(গ) সাম্প্রদায়িক ধ্বংস করা
(ঘ) দলিতদের উৎসাহিত করা
উত্তরঃ (ক) কমিউনিস্টদের ধ্বংস করা
(১৭) আলিগড়ে 'অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ' কখন প্রতিষ্ঠিত হয়? -
(ক) ১৮৭৪ খ্রীঃ
(খ) ১৮৭৫ খ্রীঃ
(গ) ১৮৭৭ খ্রীঃ
(ঘ) ১৭৭৫ খ্রীঃ
উত্তরঃ উপরের কোনোটিই নয় ( ১৮৭৬ খ্রীঃ)
(১৮) সারা ভারত মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন? -
(ক) মহম্মদ আলি জিন্না
(খ) আগা খাঁ
(গ) মহম্মদ আলি
(ঘ) মৌলানা সৌকত আলি
উত্তরঃ (ক) মহম্মদ আলি জিন্না
(১৯) 'স্বত্ত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেন -
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ (ক) লর্ড ডালহৌসি
(২০) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় -
(ক) ১৯৩৭ খ্রীঃ
(খ) ১৯৩৬ খ্রীঃ
(গ) ১৯৩৮ খ্রীঃ
(ঘ) ১৯৩৯ খ্রীঃ
উত্তরঃ (ক) ১৯৩৭ খ্রীঃ
(২১) গান্ধীজি ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন যে পত্রিকায় -
(ক) ইয়ং ইন্ডিয়া
(খ) অমৃতবাজার
(গ) হরিজন
(ঘ) যুগান্তর
উত্তরঃ (গ) হরিজন
(২২) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২১ অক্টোবর 'আজাদ হিন্দ সরকার' নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন -
(ক) থাইল্যান্ডে
(খ) সিঙ্গাপুর
(গ) কোহিমা
(ঘ) বার্মা
উত্তরঃ (খ) সিঙ্গাপুর
(২৩) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে -
(ক) ওয়াভেল
(খ) মন্ত্রীমিশন
(গ) ক্রিপস মিশন
(ঘ) মাউন্ট ব্যাটেন প্রস্তাব
উত্তরঃ (খ) মন্ত্রীমিশন
(২৪) স্বাধীন ইন্দোনেশিয়ায় প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন -
(ক) জাহরির
(খ) ডঃ মহম্মদ হাত্তা
(গ) ডঃ সুকর্ণ
(ঘ) বারট্রান্ড রাসেল
উত্তরঃ (গ) ডঃ সুকর্ণ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
Part 2
উত্তরমুছুন