Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি EAM এস জয়শঙ্কর কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন? -
(ক) চিন
(খ) কানাডা
(গ) জার্মানি
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) জার্মানি
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে ধন্বন্তরী ভবনের চতুর্থ অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? -
(ক) নরেন্দ্র সিং তোমার
(খ) সর্বানন্দ সোনোয়াল
(গ) আর্জুন মুন্ডা
(ঘ) পিয়ুশ গোয়েল
উত্তরঃ (খ) সর্বানন্দ সোনোয়াল
প্রশ্নঃ সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত আইআইএস প্রতাপ বর্দোলোই ______ বছর বয়সে মারা গেছেন? -
(ক) ৫৮ বছর
(খ) ৬১ বছর
(গ) ৭২ বছর
(ঘ) ৯৫ বছর
উত্তরঃ (গ) ৭২ বছর
প্রশ্নঃ সরকার কৃষকদের উপর _____ মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ করে? -
(ক) ২০ কোটি
(খ) ২১ কোটি
(গ) ২২ কোটি
(ঘ) ২৩ কোটি
উত্তরঃ (ঘ) ২৩ কোটি
প্রশ্নঃ জাতীয় ব্যুরোর এক্সপ্রেস প্রধান রবীশ তিওয়ারি ______ বছর বয়সে মারা গেছেন? -
(ক) ৩৮
(খ) ৪০
(গ) ৫২
(ঘ) ৬৮
উত্তরঃ (খ) ৪০
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ 2023 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন আয়োজন করবে? -
(ক) পাকিস্থান
(খ) দক্ষিণ আফ্রিকা
(গ) ইন্ডিয়া
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (গ) ইন্ডিয়া
প্রশ্নঃ সম্প্রতি রাশিয়া সীমান্তের কাছে সংঘর্ষে কোন দেশের সৈন্য নিহত হয়েছে? -
(ক) ইউক্রেন
(খ) হাঙ্গেরি
(গ) কাজাখস্থান
(ঘ) পোল্যান্ড
উত্তরঃ (ক) ইউক্রেন
প্রশ্নঃ কোন দেশ ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থানকে স্বাগত জানায়? -
(ক) চিন
(খ) ইউক্রেন
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ কন্নড় অভিনেতা কলতাপভি রাজেশ ______ বছর বয়সে মারা যান? -
(ক) ৬০
(খ) ৭৬
(গ) ৮৯
(ঘ) ৯৮
উত্তরঃ (গ) ৮৯
প্রশ্নঃ সম্প্রতি Honda cars India এর নতুন প্রেসিডেন্ট এবং CEO হিসেবে কে দায়িত্ব নেবেন? -
(ক) Caihong
(খ) Takuya Tsumura
(গ) Mei-hui
(ঘ) Xiuying
উত্তরঃ (খ) Takuya Tsumura
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ