Wbbse Test Paper 2022 Class 10 History Solved Page 137 Part 2
Type Here to Get Search Results !

Wbbse Test Paper 2022 Class 10 History Solved Page 137 Part 2

 MADHYAMIK TEST PAPERS 2021-22

HISTORY

SISHUTIRTHA SUKANTA VIDYANIKETAN (GIRLS)

PAGE - 137


বিভাগ - খ


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


২। যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ঃ


উপবিভাগ ঃ ২.১


একটি বাক্যে উত্তর দাও ঃ


২.১.১ সরকারি নথিপথ কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ মহাফেজখানায়


২.১.২ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রথম উপাচার্য কে ছিলেন?

উতরঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল


২.১.৩ 'ভারত মাতা' চিত্রটি কে অঙ্কন করেছিলেন?

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর


২.১.৪ প্রথম সচিত্র বাংলা বই কোন্‌টি?

উত্তরঃ অন্নদামঙ্গল


উপবিভাগ ঃ ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো ঃ


২.২.১ মধ্যবত্ত শিক্ষিত বাঙালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শংকর।

উত্তরঃ সত্য


২.২.২ চুয়াড় একটি উপজাতি বিদ্রোহ।

উত্তরঃ সত্য


২.২.৩ 'আনন্দমঠ' উপন্যাস 'স্বদেশ প্রেমের গীতা হিসাবে চিহ্নিত।

উত্তরঃ সত্য


২.২.৪ ক্রেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বোস।

উত্তরঃ মিথ্যা


উপবিভাগ ঃ ২.৩


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ দেবেন্দ্রনাথ ঠাকুর

(১) বঙ্গদর্শন

২.৩.২ তারকনাথ পন্ডিত

(২) নীলদর্পন

২.৩.৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(৩) আদি ব্রাহ্ম সমাজ

২.৩.৪ দীনবন্ধু মিত্র

(৪) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউড

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ দেবেন্দ্রনাথ ঠাকুর

(৩) আদি ব্রাহ্ম সমাজ

২.৩.২ তারকনাথ পন্ডিত

(৪) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

২.৩.৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(১) বঙ্গদর্শন

২.৩.৪ দীনবন্ধু মিত্র

(২) নীলদর্পন


উপবিভাগ ঃ ২.৪ 


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো ঃ


২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা

২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা

২.৪.৩ নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র -যশোহর

২.৪.৪ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি


উপবিভাগ ঃ ২.৫


নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো ঃ


২.৫.১ বিবৃতিঃ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা ১ঃ সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য।

২ ঃ সর্বধর্ম সমন্বয়ের জন্য।

৩ ঃ হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ সর্বধর্ম সমন্বয়ের জন্য।


২.৫.২ বিবৃতি ঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।

ব্যাখ্যা ১ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।

ব্যাখ্যা ২ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

ব্যাখ্যা ৩ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চত্য শিক্ষ্য শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চত্য শিক্ষ্য শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।


২.৫.৩ বিবৃতি ঃ ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল -

ব্যাখ্যা ১ঃ ভারতীয়দের সঠিক কল্যান সাধন ও স্বার্থরক্ষা।

ব্যাখ্যা ২ ঃ সারা ভারতব্যাপী শিক্ষার প্রসার গড়ে তোলা।

ব্যাখ্যা ৩ ঃ সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা।

উত্তরঃ ব্যাখ্যা ১ঃ ভারতীয়দের সঠিক কল্যান সাধন ও স্বার্থরক্ষা।


২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা ১ ঃ কারণ, এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যায়সাপেক্ষ।

ব্যাখ্যা ২ঃ কারণ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ঃ কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 

উত্তরঃ ব্যাখ্যা ৩ঃ কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close