MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
SISHUTIRTHA SUKANTA VIDYANIKETAN (GIRLS)
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
১.১ বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে
(ক) ইংরেজদের থেকে
(খ) ওলন্দাজদের থেকে
(গ) ফরাসিদের থেকে
(ঘ) পোর্তুগিজদের থেকে
উত্তরঃ (ঘ) পোর্তুগিজদের থেকে
১.২ মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল -
(ক) ১৮৯০ খ্রিঃ
(খ) ১৯০৫ খ্রিঃ
(গ) ১৯১১ খ্রিঃ
(ঘ) ১৯১৭ খ্রিঃ
উত্তরঃ (গ) ১৯১১ খ্রিঃ
১.৩ 'Twenty two yards to freedom' বইটি লিখেছিলেন -
(ক) বোরিয়া মজুমদার
(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(গ) জে এ ম্যাসান
(ঘ) রিচার্ড হোর্ল্ট
উত্তরঃ (ক) বোরিয়া মজুমদার
১.৪ 'সত্তর বৎসর' গ্রন্থটি হল একটি -
(ক) উপন্যাস
(খ) কাব্য গ্রন্থ
(গ) জীবনী গ্রন্থ
(ঘ) আত্মজীবনী
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.৫ 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত -
(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) কুষ্ঠিয়া থেকে
(ঘ) বারাসাত থেকে
উত্তরঃ (গ) কুষ্ঠিয়া থেকে
১.৬ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.৭ 'নীলদর্পণ' নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লঙ
উত্তরঃ (ঘ) রেভাঃ জেমস লঙ
১.৮ 'নববিধান ব্রাহ্ম সমাজ' প্রতিষ্ঠা করেন -
(ক) রামমোহন রায়
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) আনন্দমোহন বসু
উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন
১.৯ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল -
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটনাগপুরে
(ঘ) রাঁচিতে
উত্তরঃ (গ) ছোটনাগপুরে
১.১০ দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (ক) চুয়াড় বিদ্রোহ
১.১১ মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন -
(ক) রানি শিরোমনি
(খ) সুই মুন্ডা
(গ) সিধু
(ঘ) বিরসা মুন্ডা
উত্তরঃ (ঘ) বিরসা মুন্ডা
১.১২ খুঁৎকাঠি প্রথা প্রচলিত ছিল -
(ক) মুন্ডা সমাজে
(খ) সাঁওতাল সমাজে
(গ) কোল সমাজে
(ঘ) ভিল সমাজে
উত্তরঃ (ক) মুন্ডা সমাজে
১.১৩ ১৮৫৭ -এর মহাবিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -
(ক) তাঁতিয়া টোপি
(খ) নানা সাহেব
(গ) মঙ্গল পান্ডে
(ঘ) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ
উত্তরঃ (গ) মঙ্গল পান্ডে
১.১৪ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন -
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহরু
(গ) রাসবিহারী বসু
(ঘ) ভি ভি সাভারকার
উত্তরঃ (ঘ) ভি ভি সাভারকার
১.১৫ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
(ক) ভারত সভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) জমিদার সভা
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১৬ 'বর্তমান ভারত' রচনা করেন -
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ
১.১৭ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল -
(ক) ১৮৪৫ খ্রিঃ
(খ) ১৮৫০ খ্রিঃ
(গ) ১৮৫৫ খ্রিঃ
(ঘ) ১৮৬০ খ্রিঃ
উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিঃ
১.১৮ ভারতে 'হাফটোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন -
(ক) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলিকিন্স
উত্তরঃ (ক) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
১.১৯ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স' -এর যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছিলেন -
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (খ) সি ভি রমন
১.২০ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৯০৫ খ্রিঃ
(খ) ১৯০৬ খ্রিঃ
(গ) ১৯১১ খ্রিঃ
(ঘ) ১৯১২ খ্রিঃ
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ