ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 681
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নীচের বিবৃতিগুলি সত্য হলে 'ঠিক' এবং মিথ্যা হলে 'ভুল' লেখো (যে কোনো ছটি)ঃ
২.১.১ কৃষ্ণা নদীর ব-দ্বীপ পাখির মতো দেখতে।
উত্তরঃ 'শু'
২.১.২ হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়।
উত্তরঃ 'অ'
২.১.৩ জলপ্রপাতের তলদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ 'অ'
২.১.৪ কার্পাস বয়ন শিল্প 'শেকড় আলগা শিল্প'।
উত্তরঃ 'শু'
২.১.৫ কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ।
উত্তরঃ 'অ'
২.১.৬ অরুণাচল প্রদেশ একটি অতি জনবিরল জনসতিযুক্ত অঞ্চল।
উত্তরঃ 'অ'
২.১.৭ কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছটি)ঃ
২.২.১ দুটি করির মধ্যবর্তী অংশকে __________ বলে।
উত্তরঃ এরিটি
২.২.২ ভারতের মরু গবেষণাগারটি __________ তে অবস্থিত।
উত্তরঃ যোধপুরে
২.২.৩ ভারতের দক্ষিণতম মূল ভূ-খন্ডের অংশ __________।
উত্তরঃ কন্যামুকারিকা অন্তরীপ
২.২.৪ কার্পাস গাছ আক্রমণকারী কীট হলো ___________।
উত্তরঃ বল উইভিল পোকা
২.২.৫ কারেওয়া মাটি __________ চাষের জন্য বিখ্যাত।
উত্তরঃ জাফরান
২.২.৬ ভারতের __________ শহরে প্রথম পাতালরেল চালু হয়।
উত্তরঃ কলকাতায়
২.২.৭ কৃষ্ণ মৃত্তিকাকে __________ মৃত্তিকা বলে।
উত্তরঃ রেগুর
২.৩ নীচের প্রশ্নগুলির দু'এক কথায় উত্তর দাও (যে কোনো ছটি)ঃ
২.৩.১ পৃথিবীর গভীরতম গিরিখাত কোন্টি?
উত্তরঃ পেরুর কলকা নদীর এল ক্যানন দ্য কলকা
২.৩.২ সার্ককে নরওয়েতে কী বলে?
উত্তরঃ বন
২.৩.৩ সাহারায় শিলাময় মরুভূমি কে নামে পরিচিত?
উত্তরঃ হামাদা
২.৩.৪ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোন্টি?
উতরঃ গোদাবরী
২.৩.৫ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন্টি?
উত্তরঃ সুন্দরবন
২.৩.৬ ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লির পুষায়
২.৩.৭ ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর কোন্টি?
উত্তরঃ মহানদী
২.৪ বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ