Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 681 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 681 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 681


বিভাগ - ক


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


১.১ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে -

(ক) আরোহণ

(খ) অবরোহণ

(গ) পর্যায়ণ

(ঘ) নগ্নীভবন

উত্তরঃ (ক) আরোহণ


১.২ ক্যানিয়ন দেখা যায় -

(ক) শুষ্ক অঞ্চলে

(খ) আর্দ্র অঞ্চলে

(গ) সমতল অঞ্চলে

(ঘ) শীতল অঞ্চলে

উত্তরঃ (ক) শুষ্ক অঞ্চলে


১.৩ নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় -

(ক) পুল

(খ) বিন্দুবার

(গ) প্লাঞ্চপুল

(ঘ) প্রপাতকুপ

উত্তরঃ (খ) বিন্দুবার


১.৪ পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হল -

(ক) সম্বর

(খ) পুষ্কর

(গ) কাতারা

(ঘ) প্লায়া

উত্তরঃ (গ) কাতারা


১.৫ মরু সমপ্রায় ভূমিতে কঠিন, শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে -

(ক) ইয়ার্দাং

(খ) জুইগেন

(গ) ইনসেলবার্জ

(ঘ) মোনাডনক

উত্তরঃ (গ) ইনসেলবার্জ


১.৬ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে -

(ক) মালাবার 

(খ) কোঙ্কন

(গ) করমন্ডল

(ঘ) উত্তর সরকার উপকূল

উত্তরঃ (খ) কোঙ্কন


১.৭ ভারতে পশ্চিমী ঝামেলার প্রাদুর্ভাব দেখা যায় -

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শরৎকালে

(ঘ) শীতকালে

উত্তরঃ (ঘ) শীতকালে


১.৮ দক্ষিণভারতে সর্বাধিক জলসেচের মাধ্যম -

(ক) জলাশয়

(খ) কূপ 

(গ) খাল

(ঘ) নদী

উত্তরঃ (ক) জলাশয়


১.৯ শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত -

(ক) কৃষ্ণা

(খ) কাবেরী

(গ) গোদাবরী

(ঘ) মহানদীর উপর

উত্তরঃ (খ) কাবেরী


১.১০ নদী তীরের নবীন পলিমাটিকে বলে -

(ক) ভাঙ্গর

(খ) ভাবর

(গ) খাদার

(ঘ) বেট

উত্তরঃ (গ) খাদার


১.১১ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষেণা কেন্দ্রটি অবস্থিত -

(ক) যোদপুরে

(খ) দেরাদুনে

(গ) দিল্লীতে

(ঘ) নাগপুরে

উত্তরঃ (খ) দেরাদুনে


১.১২ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে -

(ক) সালেম

(খ) জামসেদপুর

(গ) দুর্গাপুর

(ঘ) ভিলাইয়ে

উত্তরঃ (ক) সালেম


১.১৩ ভারতে সর্বাধিক জন ঘনত্বপূর্ণ রাজ্য হল -

(ক) বিহার

(খ) পশ্চিমবঙ্গ

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) বিহার


১.১৪ স্বল্প দূরত্বের পরিবহণের উপযোগী পথটি হলো -

(ক) সড়কপথ

(খ) রেলপথ

(গ) জলপথ

(ঘ) আকাশপথ

উত্তরঃ (ক) সড়কপথ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close