ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 660
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি)ঃ
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ 'অ'
২.১.২ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়।
উত্তরঃ 'শু'
২.১.৩ বার্খান বালিয়াড়ী থেকে সিক বালিয়াড়ী সৃষ্টি হয়।
উত্তরঃ 'শু'
২.১.৪ প্যাংগং মিস্টি জলের হ্রদ।
উত্তরঃ 'অ'
২.১.৫ ভারতের সিলিকন ভ্যালী বলা হয় ব্যাঙ্গালুরুকে।
উত্তরঃ 'শু'
২.১.৬ ১৯৫০ সালে ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠিত হয়।
উত্তরঃ 'অ'
২.১.৭ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ হয়।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ মরু অঞ্চলে বায়ু ___________ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উত্তরঃ অপবাহন
২.২.২ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্তগুলিকে __________ বলে।
উত্তরঃ পটহোও বা মন্থকূপ
২.২.৩ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা __________ শহরে অবস্থিত।
উত্তরঃ বেঙ্গালুরু
২.২.৪ পশ্চিমবঙ্গে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে __________ জন।
উত্তরঃ ১০২৯ জন প্রতি বর্গকিমি
২.২.৫ __________মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তরঃ শিলং
২.২.৬ __________ শহরে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
উত্তরঃ কোয়েম্বাটুর
২.২.৭ __________ ভারতের সর্বাধিক জনবহুল শহর।
উত্তরঃ মুম্বাই
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তরঃ আলাস্কার হুবার্ড
২.৩.২ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তরঃ কয়াল
২.৩.৩ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কী?
উত্তরঃ জোক বা গেরসোপ্পা
২.৩.৪ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়।
উত্তরঃ কলকাতা
২.৩.৫ ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা
২.৩.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখ?
উত্তরঃ আউশ ধান
২.৩.৭ কোন্ সড়ক পথের মাধ্যমে দিল্লী, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে।
উত্তরঃ সোনালী চতুর্ভুজ
২.৪ বামদিকের সাথে ডানদিকগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ