ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRPAHY
PAGE - 703
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকেসঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
১.১ পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই বিরাট অংশকে বলে -
(ক) আববাহিকা
(খ) ধারণ অববাহিকা
(গ) জলবিভাজিকা
(ঘ) নদী উপত্যকা
উত্তরঃ (খ) ধারণ অববাহিকা
১.২ হিমবাহের ঝুলন্ত উপত্যকাএ মুখে সৃষ্টি হয় -
(ক) এসকার
(খ) জলপ্রপাত
(গ) ড্রামলিন
(ঘ) ক্রেভাস
উত্তরঃ (খ) জলপ্রপাত
১.৩ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে -
(ক) নেভে
(খ) নুনাটাক
(গ) বার্গস্রুড
(ঘ) নর
উত্তরঃ (খ) নুনাটাক
১.৪ ইনসেলবার্জ আরও ক্ষয়ে গিয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বলে -
(ক) মেসা
(খ) বিউট
(গ) বোর্নহার্ডট
(ঘ) নিডিল
উত্তরঃ (গ) বোর্নহার্ডট
১.৫ গ্রেট গ্রীন ওয়াল ব্যবস্থা করা হয়েছে যে মরুভূমিতে তা -
(ক) সোনেয়ন
(খ) আটকামা
(গ) থর
(ঘ) সাহারা
উত্তরঃ (ঘ) সাহারা
১.৬ ভারতে বর্তমান আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য -
(ক) মধ্যপ্রদেশ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ঘ) রাজস্থান
১.৭ ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত
(ক) হিমালয়
(খ) বিন্ধ্য
(গ) আরাবল্লী
(ঘ) মহাকাল
উত্তরঃ (গ) আরাবল্লী
১.৮ 'শিবসমুদ্রম' জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে সে নদীতে
(ক) কৃষ্ণা
(খ) কাবেরী
(গ) গোদাবরী
(ঘ) মহানন্দা
উত্তরঃ (খ) কাবেরী
১.৯ কোন্টি স্বাদু জলের হ্রদ নয় -
(ক) প্যাংগং
(খ) উলার
(গ) ডাল
(ঘ) নৈনি হ্রদ
উত্তরঃ (ক) প্যাংগং
১.১০ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তাকে বলা হয় -
(ক) লু
(খ) পশ্চিমী ঝঞ্ঝা
(গ) আঁধি
(ঘ) কালবৈশাখী
উত্তরঃ (গ) আঁধি
১.১১ উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়ে যে শহরকে তা হল -
(ক) কানপুর
(খ) দিল্লি
(গ) কোয়েম্বাটুর
(ঘ) আমেদাবাদ
উত্তরঃ (ক) কানপুর
১.১২ শিকড় আগলা শিল্প বলা হয় -
(ক) পাট শিল্প
(খ) পেট্রোরসায়নিক শিল্প
(গ) চিনি শিল্প
(ঘ) বস্ত্র বয়ন শিল্পকে
উত্তরঃ (ঘ) বস্ত্র বয়ন শিল্পকে
১.১৩ ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার হল -
(ক) দিল্লি
(খ) কটক
(গ) দেরাদুন
(ঘ) লক্ষনৌ
উত্তরঃ (খ) কটক
১.১৪ সোনালি চতুর্ভূজ কটি মেগাসিটিকে যুক্ত করেছে -
(ক) চারটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) চারটি
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ