Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 703 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 703 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 703


বিভাগ - খ


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


২।


২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি) ঃ


২.১.১ নদীতে একটি নির্দিষ্ট স্থানে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে।

উত্তরঃ 'অ'


২.১.২ পাখির পায়ের মতো 'ব' দ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে।

উত্তরঃ 'শু'


২.১.৩ নিরক্ষরেখা থেকে মেরুদ্বয়ের দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ বাড়ে।

উত্তরঃ 'অ'


২.১.৪ আরাবল্লীর পশ্চিমাংশে ছোটো ছোটো নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে রোহি বলে।

উত্তরঃ 'শু'


২.১.৫ ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ।

উত্তরঃ 'শু'


২.১.৬ ভারতের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে।

উত্তরঃ 'অ'


২.১.৭ ভারতে রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা।

উত্তরঃ 'অ'


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ৬টি) ঃ


 ২.২.১ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে __________ বলে।

উত্তরঃ প্রপ্পাতকূপ


২.২.২ মরুস্থলী কথার অর্থ __________ দেশ।

উত্তরঃ মৃতের


২.২.৩ অতিরিক্ত লবনাক্ত প্লায়া হ্রদকে দক্ষিণ আমেরিকায় __________ বলে।

উত্তরঃ স্যালিনা


২.২.৪ কুমায়ন হিমালয়ে হ্রদগুলিকে __________ বলে।

উত্তরঃ তাল


২.২.৫ গঙ্গা নদীর প্রধান উপনদী __________।

উত্তরঃ যমুনা


২.২.৬ __________ পোকা তুলো গাছকে নষ্ট করে।

উত্তরঃ বল উইভিল


২.২.৭ ___________ বন্দরকে আরবসাগরের রানী বলে।

উত্তরঃ কোচি


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ


২.৩.১ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী?

উত্তরঃ ল্যাম্বার্ট


২.৩.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?

উত্তরঃ দোয়াব


২.৩.৩ থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?

উত্তরঃ ধ্রিয়ান


২.৩.৪ আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?

উত্তরঃ নারকোন্ডাম


২.৩.৫ কোন নদীতে মাইথন জলাধার নির্মিত হয়েছে?

উত্তরঃ বরাকর


২.৩.৬ কোন শিলা দিয়ে রেগুর বা কৃষ্ণমৃত্তিকা কোথায়?

উত্তরঃ ব্যাসল্ট


২.৩.৭ পূর্ব ভারতে ইলেকট্রিক চালিত রেলইঞ্জিন তৈরির কারখানাটি কোথায়?

উত্তরঃ চিত্তরঞ্জনে


২.৩.৮ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায় অবস্থিত?

উত্তরঃ খড়গপুরে


২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ ডেকান ট্র্যাপ

(১) কারেওয়া

২.৪.২ নদী বন্দর

(২) জলাময় দেশ

২.৪.৩ কচ্ছ

(৩) কোলকাতা

২.৪.৪ জাফরান

(৪) লাভা মালভূমি

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ ডেকান ট্র্যাপ

(৪) লাভা মালভূমি

২.৪.২ নদী বন্দর

(৩) কোলকাতা

২.৪.৩ কচ্ছ

(২) জলাময় দেশ

২.৪.৪ জাফরান

(১) কারেওয়া


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close