LightBlog
Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 724 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 724 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY 

PAGE - 724


বিভাগ - ক


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


১.১ ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সমতল হওয়ার প্রক্রিয়াকে বলে -

(ক) পর্যায়ন

(খ) আরোহণ

(গ) অবরোহণ

(ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তরঃ (ক) পর্যায়ন


১.২ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে -

(ক) ৪৬ গুণ

(খ) ৬৪ গুণ

(গ) ৭৪ গুণ

(ঘ) ৪৭ গুণ

উত্তরঃ (খ) ৬৪ গুণ


১.৩ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল -

(ক) মালাসপিনা

(খ) ল্যাম্বার্ট

(গ) হুবার্ট

(ঘ) সিয়াচেন

উত্তরঃ (ক) মালাসপিনা


১.৪ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে -

(ক) ধান্দ

(খ) ধ্রিয়ান

(গ) বার্খান

(ঘ) সিফ বালিয়াড়ি

উত্তরঃ (গ) বার্খান


১.৫ নুনাটাক দেখা যায় -

(ক) পাদদেশীয় হিমবাহে

(খ) পার্বত্য হিমবাহে

(গ) মহাদেশীয় হিমবাহে

(ঘ) নদীতে

উত্তরঃ (গ) মহাদেশীয় হিমবাহে


১.৬ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল -

(ক) উত্তরপ্রদেশ

(খ) মধ্যপ্রদেশ

(গ) রাহস্থান

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ (গ) রাহস্থান


১.৭ রাজ্য পুনর্গঠন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় -

(ক) ভাষা

(খ) সংস্কৃতি

(গ) প্রশাসনিক সুবিধা

(ঘ) অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনাকে

উত্তরঃ (ক) ভাষা


১.৮ পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম হল -

(ক) আর্মাকোন্দা

(খ) ভাভুলমালা

(গ) দোদাবেতা

(ঘ) আন্নামালাই

উত্তরঃ (ক) আর্মাকোন্দা


১.৯ কেরালার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে -

(ক) কয়াল

(খ) লেগুন

(গ) ধান

(ঘ) টেরিস

উত্তরঃ (ঘ) টেরিস


১.১০ সোনালী স্তম্ভ বলা হয় -

(ক) কার্পাসকে

(খ) পাটকে

(গ) পাট ও কার্পাস উভয়কেই

(ঘ) ইক্ষুকে

উত্তরঃ (ক) কার্পাসকে


১.১১ SAIL - এর সদর দপ্তর -

(ক) মুম্বাই-এ

(খ) কলকায়

(গ) চেন্নাই-এ

(ঘ) ব্যাঙ্গালোরে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (দিল্লি)


১.১২ 'মাইথন' জলবিদ্যুৎ কেন্দ্র -

(ক) দামোদর

(খ) ময়ূরাক্ষ্মী

(গ) হুগলি

(ঘ) কংসাবতী নদীতে অবস্থিত

উত্তরঃ (ক) দামোদর


১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল -

(ক) NH1

(খ) NH2

(গ) NH6

(ঘ) NH44

উত্তরঃ (ঘ) NH44


১.১৪ ভারতের জীবনরেখা বলা হয় -

(ক) রেলকে

(খ) জলপথকে

(গ) বিমান পথকে

(ঘ) স্থলপথকে

উত্তরঃ (ক) রেলকে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close