ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 724
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি) ঃ
২.১.১ জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়।
উত্তরঃ 'শু'
২.১.২ মরুঅঞ্চলের অবশিষ্ট পাহাড়াগুলিকে মোনাডনক বলা হয়।
উত্তরঃ 'অ'
২.১.৩ কারেওয়া সমভূমির ওপর দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।
উত্তরঃ 'শু'
২.১.৪ কৃষ্ণা নদী আরব সাগরে পতিত হয়েছে।
উত্তরঃ 'অ'
২.১.৫ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়।
উত্তরঃ 'অ'
২.১.৬ আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।
উত্তরঃ 'শু'
২.১.৭ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় মুম্বাইকে।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ বালুকাময় মরুভূমি আলজিরিয়ায় ___________ নামে পরিচিত।
উত্তরঃ রেগ
২.২.২ নদীর ক্ষয়কাজের শেষসীমা __________।
উত্তরঃ সমুদ্রতল
২.২.৩ লোকটাক্ হ্রদটি ___________ রাজ্যে অবস্থিত।
উত্তরঃ মনিপুর
২.২.৪ সিন্ধু সমভূমির প্লাবন ভূমিকে __________ বলে।
উত্তরঃ ধায়া
২.২.৫ ছোটনাগপুর মালভূমিতে __________ বৃক্ষ জন্মায়।
উত্তরঃ পর্ণমোচী
২.২.৬ ভারতে __________ জাতীয় চা-এর ব্যবহার সবচেয়ে বেশি।
উত্তরঃ কালো
২.২.৭ ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল __________।
উত্তরঃ বিশাখাপত্তনম
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ বর্হিজাত প্রতিক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কোন্টি?
উত্তরঃ সূর্য
২.৩.২ অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস্ একসঙ্গে অবস্থান করলে তা কি নামে পরিচিত?
উত্তরঃ ক্যাসকেড
২.৩.৩ পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কী?
উত্তরঃ সোজনে ফিয়র্ড
২.৩.৪ মালনাদ কথাটির অর্থ কী?
উতরঃ উঁচু নিচু ভূমি
২.৩.৫ বাংলাদেশে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত?
উত্তরঃ যমুনা
২.৩.৬ গ্রীষ্মকালীন ঝড় আসামে কী নামে পরিচিত?
উত্তরঃ বরদৈছিলা
২.৩.৭ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তরঃ ডঃ এম এস স্বামীনাথন
২.৩.৮ পশ্চিমবঙ্গে IT Sector কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ কলকাতার সল্টলেকে
২.৪ বামদিকের সাথে বামদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ