ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 746
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
১.১ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে -
(ক) টিলাইট
(খ) ভ্যালিট্রেন
(গ) গ্রাবরেখা
(ঘ) ব্যবচ্ছিন্ন সমভূমি
উত্তরঃ (খ) ভ্যালিট্রেন
১.২ অবতল পাড়ের দিকে নদীর খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে -
(ক) রিফিল
(খ) প্লাঞ্জপুল
(গ) পুল
(ঘ) থলওয়েগ
উত্তরঃ (গ) পুল
১.৩ পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয় -
(ক) রেগ
(খ) কুম
(গ) সেরীর
(ঘ) আর্গ
উত্তরঃ (গ) সেরীর
১.৪ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্টত্রিকোণাকৃতি ভূমিকা বলে -
(ক) পলল ব্যজনী
(খ) কেম
(গ) ব-দ্বীপ
(ঘ) প্লাবনভূমি
উত্তরঃ (খ) কেম
১.৫ বায়ু অপসারনের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল -
(ক) সম্বর
(খ) পুষ্কর
(গ) কাতারা
(ঘ) বিনহোল
উত্তরঃ (গ) কাতারা
১.৬ আম্রবৃষ্টি দেখা যায় যে রাজ্যে -
(ক) রাজস্থান
(খ) তামিলনাড়ু
(গ) কেরল
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (গ) কেরল
১.৭ দামোদর উপত্যকায় পরিকল্পনা নিম্নলিখিত দুই রাজ্যের মিলিত পরিকল্পনা -
(ক) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব ও হরিয়ানা
(গ) পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যা
(ঘ) অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড়
উত্তরঃ (ক) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
১.৮ ভারতের নিম্নলিখিত যে হ্রদটি মিষ্টি জল তা হলো -
(ক) প্যাংগং
(খ) উলার
(গ) পুলিকট
(ঘ) সম্বর
উত্তরঃ (খ) উলার
১.৯ কোন্টি মিলেট জাতীয় শস্য -
(ক) জোয়ার
(খ) ইক্ষু
(গ) কফি
(ঘ) বাদাম
উত্তরঃ (ক) জোয়ার
১.১০ যে মৃত্তিকা 'রেগুর' নামে পরিচিত তা হল -
(ক) পলিমাটি
(খ) কৃষ্ণ মৃত্তিকা
(গ) ল্যাটেরাইট মৃত্তিকা
(ঘ) মরু মৃত্তিকা
উত্তরঃ (খ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো -
(ক) রাজস্থান
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্র
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) রাজস্থান
১.১২ শিকড় আলগা শিল্প হলো -
(ক) চা
(খ) কার্পাস বয়ন
(গ) কাগজ
(ঘ) লৌহ ইস্পাত শিল্প
উত্তরঃ (খ) কার্পাস বয়ন
১.১৩ ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি দেখা যায় -
(ক) অন্ধ্রপ্রদেশে
(খ) তামিলনাড়ুতে
(গ) মহারাষ্ট্রে
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
১.১৪ 'সংযোজনভিত্তিক শিল্প' বলা হয় -
(ক) লৌহ-ইস্পাত শিল্পকে
(খ) তথ্যপ্রযুক্তি শিল্পকে
(গ) পেট্রোরসায়ন শিল্পকে
(ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
উত্তরঃ (ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ