ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 746
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ স্পেনীয় ভাষায় মেসা শব্দের অর্থ চেয়ার।
উত্তরঃ 'অ'
২.১.২ নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়।
উত্তরঃ 'শু'
২.১.৩ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত।
উত্তরঃ 'অ'
২.১.৪ শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়।
উত্তরঃ 'শু'
২.১.৫ ভারতের বিজ্ঞাননগরী বলা হয় হায়দ্রাবাদকে।
উত্তরঃ 'অ'
২.১.৬ ভারতে সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়ে গম উৎপাদনে।
উতরঃ 'শু'
২.১.৭ কলকাতা বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ আফ্রিকার মরু হ্রদগুলিকে __________ নামে ডাকা হয়।
উত্তরঃ প্যান
২.২.২ হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে তাকে __________ বলে।
উত্তরঃ স্নাউট
২.২.৩ পাঞ্জাবে প্লাবনভুমি __________ নামে পরিচিত।
উত্তরঃ ধায়া
২.২.৪ ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে __________ মাটি।
উত্তরঃ পলিমাটি
২.২.৫ তাপ্তিনদী __________ উপত্যকার মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।
উত্তরঃ গ্রস্ত উপত্যকার
২.২.৬ __________ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমান বন্দর।
উত্তরঃ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
২.২.৭ __________ হল ভারতের দীর্ঘতম সেচখাল।
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ ইয়ার্দাং তীক্ষ্ম হয়ে গেলে তাকে কী বলে?
উত্তরঃ নিডিল
২.৩.২ জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে?
উত্তরঃ ফার্ন
২.৩.৩ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন্টি?
উত্তরঃ সুন্দরবন
২.৩.৪ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ উড়িষ্যার কটকে
২.৩.৫ পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
উত্তরঃ অনুবাত ঢালে
২.৩.৬ ভারতের কোন্ অঞ্চলে অধিম ঝুম লক্ষ্য করা যায়?
উত্তরঃ উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলে
২.৩.৭ দক্ষিন ভারতের ম্যাঞ্চেস্টার কোন্ শহরকে বলে?
উত্তরঃ কোয়েম্বাটুর
২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ