ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 769
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
১.১ একটি বহির্জাত প্রক্রিয়া হল -
(ক) অগ্ন্যুৎপাত
(খ) পাত সঞ্চালন
(গ) অবরোহণ
(ঘ) ভূমিকম্প
উত্তরঃ (গ) অবরোহণ
১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্ট হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে -
(ক) পলল ব্যজনী
(খ) ড্রামলিন
(গ) কেম
(ঘ) এসকার
উত্তরঃ (গ) কেম
১.৩ সাপের ময় আকৃতিবিশিষ্ট বালিয়াড়িটি হল -
(ক) নক্ষত্র বালিয়াড়ি
(খ) অর্শচন্দ্রাকার বালিয়াড়ি
(গ) অর্ধবৃত্তীয় বালিয়াড়ি
(ঘ) আঁকলে বালিয়াড়ি
উত্তরঃ (ঘ) আঁকলে বালিয়াড়ি
১.৪ করি জার্মান ভাষায় যে নামে পরিচিত -
(ক) সার্ক
(খ) কার
(গ) কুম
(ঘ) বটন
উত্তরঃ (খ) কার
১.৫ শিলাময় মরূভূমি আলজিরিয়ায় যে নামে পরিচিত তা হল -
(ক) আর্গ
(খ) কুম
(গ) হামাদা
(ঘ) রেগ
উত্তরঃ (ঘ) রেগ
১.৬ ভারতের বৃহত্তম হ্রদ হল -
(ক) প্যাংগং
(খ) উলার
(গ) ভেম্বানাদ
(ঘ) কোলেরু
উত্তরঃ (খ) উলার
১.৭ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ -
(ক) দাফাবুম
(খ) নকরেক
(গ) সান্দাকফু
(ঘ) দোদাবেতা
উত্তরঃ (খ) নকরেক
১.৮ নরওয়েস্টার প্রবাহিত হয় -
(ক) দক্ষিণ পশ্চিম
(খ) উত্তর পূর্ব
(গ) উত্তর পশ্চিম
(ঘ) দক্ষিণ পূর্ব দিক থেকে
উত্তরঃ (গ) উত্তর পশ্চিম
১.৯ ভারতের বনভূমি গবেষণাগার অবস্থিত -
(ক) কলকাতা
(খ) ভূপাল
(গ) দেরাদুন
(ঘ) এলাহাবাদ-এ
উত্তরঃ (গ) দেরাদুন
১.১০ ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম -
(ক) মহীশূর
(খ) কোদাগু
(গ) শিমোগা
(ঘ) চিকমাগালুর
উত্তরঃ (ঘ) চিকমাগালুর
১.১১ উৎপাদনে ভারতের বৃহত্তম ইস্পাত নির্মাণ কোম্পাণীটি হল -
(ক) হিন্দুস্তান স্টিল লিমিটেড
(খ) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানী
(গ) বোকারো স্টিল লিমিটেড
(ঘ) বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড
উত্তরঃ (খ) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানী
১.১২ ভারতে জনবিস্ফোরণ হয়েছিল -
(ক) ১৯০১ - ১৯২১
(খ) ১৯৩১ - ১৯৫১
(গ) ১৯৫১ - ১৯৮৯
(ঘ) ১৯৮৯ - ২০০১ সালে
উত্তরঃ (গ) ১৯৫১ - ১৯৮৯
১.১৩ উত্তর-পূর্ব রেলপথের সদর দপ্তর হল -
(ক) কলকাতা
(খ) কানপুর
(গ) মালিগাঁও
(ঘ) গোরক্ষপুর
উত্তরঃ (ঘ) গোরক্ষপুর
১.১৪ সম্প্রতি ভারতের যে রাষ্ট্রয়ত্ত আন্তর্জাতিক বিমান সংস্থাটি টাটা গোষ্ঠী কিনে নিল -
(ক) ইন্ডিয়ান এয়ারলাইন্স
(খ) এয়ার ইন্ডিয়া
(গ) বায়ুদূত
(ঘ) জেট এয়ারোয়েজ
উত্তরঃ (খ) এয়ার ইন্ডিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ