ABTA AMDHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 769
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ'লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ হুবার্ড ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ।
উত্তরঃ 'অ'
২.১.২ নদীর ক্ষয় ও সঞ্চয় উভয়ের কারণেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়।
উত্তরঃ 'শু'
২.১.৩ অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়।
উত্তরঃ 'শু'
২.১.৪ আয়তন অনুসারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য।
উত্তরঃ 'অ'
২.১.৫ জার্মানির ক্রপস ও ডেমাগ কোম্পানীর সহযোগীতায় বোকারো ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে।
উত্তরঃ 'অ'
২.১.৬ মুম্বাইকে ভারতের বৃহত্তম মহানগর' বলে।
উত্তরঃ 'শু'
২.১.৭ চন্ডীগড় একটি পরিকল্পিত শহর।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শুন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বপ্রধান শক্তি হলো __________।
উত্তরঃ নদী
২.২.২ মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি আমেরিকায় __________ নামে পরিচিত।
উত্তরঃ স্যালিনা
২.২.৩ পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে ব-দ্বীপ দেখা যায় __________ নদীতে।
উত্তরঃ তাপ্তী
২.২.৪ জুনিপার __________ অরণ্যের প্রধান উদ্ভিদ।
উত্তরঃ সরলবর্গীয় অরণ্যের
২.২.৫ গম চাষের জন্য অন্ততঃ __________ টি তুষারমুক্ত দিবস প্রয়োজন।
উত্তরঃ ১১০
২.২.৬ বৃহতম জাহাজ নির্মাণ কেন্দ্রটি __________ এ অবস্থিত।
উত্তরঃ বিশাখাপত্তনমে
২.২.৭ ২০১১ এর জনগণনা অনুযায়ী __________ রাজ্যে নারী-পুরুষ অনুপাত সবচেয়ে কম।
উত্তরঃ হরিয়ানা
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ 'গ্রেড' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ জি কে গিলবার্ট
২.৩.২ হিমরেখা কোথায় সমুদ্রতলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে?
উত্তরঃ উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে
২.৩.৩ বিন্ধ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ মানপুর
২.৩.৪ প্রাণহিতা কোন্ নদীর উপনদী?
উত্তরঃ গোদাবরী
২.৩.৫ আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ ফিলিপিন্সের ম্যানিলায়
২.৩.৬ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোন্টি?
উত্তরঃ ন্যাপথা
২.৩.৭ ভারতের বর্তমান (২০১১) গড় জনঘনত্ব কত?
উত্তরঃ ৩৮২ জন / বর্গকিমি
২.৪ বামদিকের সাথে ডানদিকও মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ