Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 182 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 182 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 182


বিভাগ - ক


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সগ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)।


১.১ নীচের কোন জোড়টি সঠিক তা স্থির করো - 

(ক) প্রতিকূপ জলবৃত্তিজ চলন-মূল জলের উৎসের দিকে বৃদ্ধি

(খ) সিসমোন্যাস্টিক চলন-স্পর্শ দ্বারা লজ্জাবতীর পত্রকগুলি বন্ধ হওয়া

(গ) ফটোন্যাস্টহিক চলন-টিউলিপ ফুলের বেশি উষ্ণতায় ফোটা

(ঘ) জিওট্রপিক চলন-উদ্ভিদের কান্ডের আলোর উৎসের দিকে বৃদ্ধি পাওয়া

উত্তরঃ (খ) সিসমোন্যাস্টিক চলন-স্পর্শ দ্বারা লজ্জাবতীর পত্রকগুলি বন্ধ হওয়া


১.২ নীচের কোন গ্রন্থিটি মিশ্র প্রকৃতির নয় -

(ক) অগ্ন্যাশয়

(খ) থাইরয়েড

(গ) শুক্রাশয়

(ঘ) ডিম্বাশয়

উত্তরঃ (খ) থাইরয়েড


১.৩ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে yyrr জিনোটাইপ বিশিষ্ট অপত্যের সংখ্যা কটি ছিল তা স্থির করো -

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ (ক) 1


১.৪ একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সাথে একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সংকরায়নে কত শতাংশ উদ্ভিদ বিশুদ্ধ লম্বা প্রকৃতির হবে -

(ক) 25%

(খ) 50%

(গ) 75%

(ঘ) 100%

উত্তরঃ (খ) 50%


১.৫ সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হল -

(ক) স্পাইরোগাইরা

(খ) মস

(গ) অ্যাগারিকাস

(ঘ) ফার্ন

উত্তরঃ (ক) স্পাইরোগাইরা


১.৬ একজন মহিলা বর্ণান্ধ হলে কোন্‌টি সঠিক তা স্থির করো -

(ক) মহিলার মাতা বর্ণান্ধ

(খ) মহিলার পিতা বর্ণান্ধ

(গ) মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক

(ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ

উত্তরঃ (ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ


১.৭ মানবদেহে গ্যামেট উৎপাদনে সাহায্যকারী কোশবিভাজনটি হল -

(ক) মাইটোসিস

(খ) ময়োসিস

(গ) অ্যামাইটোসিস

(ঘ) সাইটোকাইনেসিস

উত্তরঃ (খ) ময়োসিস


১.৮ 'জেনেটিক্স' কথাটি প্রথম ব্যবহার করেন -

(ক) জোহানসেন

(খ) বেটসন

(গ) খোরানা

(ঘ) ডারউইন

উত্তরঃ (খ) বেটসন


১.৯ নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো -

(ক) হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে

(খ) ADH ও অক্সিনটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়

(গ) ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে

(ঘ) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়

উত্তরঃ (ঘ) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়


১.১০ প্রদত্ত ক্রশগুলির মধ্যে কোন্‌টি টেস্ট ক্রশ খুঁজে বার করো -

(ক) TTxTT

(খ) TTxtt

(গ) Ttxtt

(ঘ) ttxtt

উত্তরঃ (গ) Ttxtt


১.১১ ইউক্যারিওটিক ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন -

(ক) তিন প্রকার

(খ) পাঁচ প্রকার

(গ) সাত প্রকার

(ঘ) দশ প্রকার

উত্তরঃ (খ) পাঁচ প্রকার


১.১২ যে যৌন জননে দুটি মিলিত গ্যামেটের আকার সমান হয় তাকে বলে -

(ক) অ্যাইসোগ্যামী

(খ) উগ্যামী 

(গ) সিনগ্যামী

(ঘ) অ্যানাইসোগ্যামী

উত্তরঃ (ক) অ্যাইসোগ্যামী


১.১৩ DNA -এর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো -

(ক) DNA -তে পিরিমিডিন ক্ষারকরূপে অ্যাডেনিন ও গুয়ানিন থাকে

(খ) DNA -তে শুধুমাত্র প্রোটিন থাকে

(গ) DNA -তে রাইবোজ শর্করা থাকে

(ঘ) DNA -তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে

উত্তরঃ (ঘ) DNA -তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে


১.১৪ নীচের কোন্‌টি সঠিক নয় তা স্থির করো -

(ক) স্ক্লেরা অফিগোলকের গঠন সাহায্য করে

(খ) রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করে

(গ) কর্ণিয়া তারারন্ধকে ছোটো অ বড়ো হতে সাহায্য করে

(ঘ) লেন্স উপযোজনের মাধ্যমে আলোকরশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে

উত্তরঃ (গ) কর্ণিয়া তারারন্ধকে ছোটো অ বড়ো হতে সাহায্য করে


১.১৫ জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটণের যে দশায়, সেই দশাটি শনাক্ত করো -

(ক) শৈশব দশায়

(খ) বয়ঃসন্ধি দশায়

(গ) সদ্যোজাত দশায়

(ঘ) বার্ধক্য দশায়

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি দশায়


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close