LightBlog
Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 182 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 182 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 182


বিভাগ - খ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ


নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোণো পাঁচটি) ঃ


২.১ সিলিয়ারি গমন দেখা যায় __________ প্রাণীতে।

উত্তরঃ প্যারামেসিয়াম


২.২ আলোক জারনের ফলে বিনষ্ট হয় __________ হরমোন।

উত্তরঃ অক্সিন


২.৩ ফ্ল্যাজেলা যুক্ত রেণুকে বলে __________।

উত্তরঃ চলরেনু


২.৪ লিঙ্গ নির্ধারনে সাহায্য করে __________ ক্রোমোজোম।

উত্তরঃ Y


২.৫ জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলে __________।

উত্তরঃ জিনোটাইপ


২.৬ DNA  এর কার্যকারী বিশেষ অংশই হলো __________।

উত্তরঃ জিন


নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) ঃ


২.৭ মহিলাদের দুটি 'X' ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার হিন (C+) থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে।

উত্তরঃ সত্য


২.৮ প্রাণীকোশের স্পিন্ডিলকে বলে অ্যানাস্ট্রাল স্পিন্ডিল।

উত্তরঃ মিথ্যা


২.৯ ইতর পরাগযোগে বাহকের দরকার হয় না।

উত্তরঃ মিথ্যা


২.১০ নিজল দানা দেখা যায় স্নায়ুকোশের অ্যাক্সনে।

উত্তরঃ মিথ্যা


২.১১ গুরুমস্তিন্ধের গোলার্ধদ্বয়ের যোজক হল ভারমিস।

উত্তরঃ মিথ্যা


২.১২ ক্রোমোজোমগুলো প্রফেজ দশায় বেমের দুই প্রান্তে গমন করে।

উত্তরঃ মিথ্যা


A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয়  স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) ঃ

A-স্তম্ভ

B-স্তম্ভ

২.১৩ ফিডব্যাক নিয়ন্ত্রণ

(ক) মিয়োসিস

২.১৪ অসম্পূর্ণ প্রকটতা

(খ) নিষ্ক্রিয় জিনসম্পন্ন ও অধিক কুন্ডলীকৃত

২.১৫ টেলোফেজ

(গ) TSH - থাইরক্সিন

২.১৬ হেটারো ক্রোমাটিন

(ঘ) নিউক্লিয় জালিকার পুনর্গঠন

২.১৭ ক্রসিংওভার

(ঙ) ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন

২.১৮ অ্যাসিটাইল কোলিন

(চ) নিউরোট্রান্স মিটার


(ছ) নিউরো হরমোন

উত্তরঃ

A-স্তম্ভ

B-স্তম্ভ

২.১৩ ফিডব্যাক নিয়ন্ত্রণ

(গ) TSH থাইরক্সিন

২.১৪ অসম্পূর্ণ প্রকটতা

(ঙ) ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন

২.১৫ টেলোফেজ

(ঘ) নিউক্লিয় জালিকার পুনর্গঠন

২.১৬ হেটারো ক্রোমাটিন

(খ) নিষ্ক্রিয় জিনসম্পন্ন ও অধিক কুন্ডলীকৃত

২.১৭ ক্রসিংওভার

(ক) মিয়োসিস

২.১৮ অ্যাসিটাইল কোলিন

(চ) নিউরোট্রান্স মিটার




একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ


২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো ঃ লম্বা মটর গাছ, হলুদ বীজপত্র, সবুজ বীজপত্র, স্ফীত মটর ফল।

উত্তরঃ সবুজ বীজপত্র


২.২০ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত তরলটির নাম কী?

উত্তরঃ CSF


২.২১ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : - নিউক্লিয়াস :  ক্রোমোজোম ধারণ : : __________ : প্রোটিন সংশ্লেষ।

উত্তরঃ রাইবোজোম


২.২২ BMR বৃদ্ধিকারী হরমোনটির নাম কী?

উত্তরঃ থাইরক্সিন


২.২৩ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টির খুঁজে বার করো এবং লেখো। অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, করোটিক স্নায়ু, অপটিক স্নায়ু।

উত্তরঃ করোটিক স্নায়ু


২.২৪ লোকাস কাকে বলে?

উত্তরঃ ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট স্থানে কোন জিন অবস্থান করে, ওই স্থানটিকে জিনের লোকাস বলে।


২.২৫ মাইক্রোটিউবিউল কী?

উত্তরঃ কোশের সাইটোপ্লাজমে দীর্ঘ ো ফাপা প্রায় ২৫ mu ব্যাস সম্পন্ন যেসব ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার উপাদান দেখা যায়, তাদের মাইক্রোটিউবিউল বলে।


২.২৬ জনুক্রমে কোন দুটি জনুর আবর্তন ঘটে।

উত্তরঃ রেণুধর জনু এবং লিঙ্গধর জনু


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close