Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 204 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 204 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 204


বিভাগ - ক

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


১.১ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল -

(ক) জিব্বারেলিন

(খ) অক্সিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) ইথিলিন

উত্তরঃ (খ) অক্সিন


১.২ ইনসুলিন ক্ষরিত হয় -

(ক) পিট্যুইটারী

(খ) সাইটোকাইনিন

(গ) অ্যাড্রেনাল

(ঘ) অগ্নাশয়

উত্তরঃ (ঘ) অগ্নাশয়


১.৩ মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হল -

(ক) ১০টি

(খ) ১০ জোড়া

(গ) ১২টি

(ঘ) ১২ জোড়া

উত্তরঃ (ঘ) ১২ জোড়া


১.৪ পায়রার প্রতিটি ডানার পালকের সংখ্যা হল -

(ক) ২৩টি

(খ) ১৩টি

(গ) ১২টি

(ঘ) ২৫টি

উত্তরঃ (ক) ২৩টি


১.৫ ফ্ল্যাজেলা কোন্‌ প্রাণীর গমন অঙ্গ? -

(ক) আরশোলা

(খ) মাছ

(গ) ইউগ্লিনা

(ঘ) প্যারামিসিয়াম

উত্তরঃ (গ) ইউগ্লিনা


১.৬ মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল -

(ক) কর্ণিয়া

(খ) রেটিনা

(গ) তারারন্ধ্র

(ঘ) কোরয়েড

উত্তরঃ (খ) রেটিনা


১.৭ মানুষের প্রতিটি দেহকোশে সেক্স ক্রোমোজোম থাকে -

(ক) ২টি

(খ) ৪টি

(গ) ৪৬টি

(ঘ) ২৩টি

উত্তরঃ (ক) ২টি


১.৮ RNA-তে যে নাইট্রোজেন বেসটি থাকে না সেটি হল -

(ক) গুয়ানিন

(খ) ইউরাসিল

(গ) থাইনিন

(ঘ) অ্যাডনিন

উত্তরঃ (গ) থাইনিন


১.৯ দুটি গ্যামেটের মিলনকে বলে -

(ক) সংশ্লেষ

(খ) অপুংজনি

(গ) অযৌনজনন

(ঘ) নিষেক

উত্তরঃ (ঘ) নিষেক


১.১০ পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে -

(ক) পাথরকুচি

(খ) রাঙাআলু

(গ) শাঁকআলু

(ঘ) শুশনি

উত্তরঃ (ক) পাথরকুচি


১.১১ বংশগতি বিদ্যার জনক হলেন -

(ক) চার্লস ডারউইন

(খ) ল্যামার্ক

(গ) গেগর জোহান মেন্ডেল

(ঘ) হুগো ডি ভ্রিস

উত্তরঃ (গ) গেগর জোহান মেন্ডেল


১.১২ একসংকর জনন পরীক্ষার F₂ জনুর জিনোটাইপ অনুপাত হল -

(ক) ১ ঃ ১

(খ) ৯ ঃ ৩ ঃ ৩ ঃ ১

(গ) ১ ঃ ২ ঃ ১

(ঘ) ৩ ঃ ১

উত্তরঃ (গ) ১ ঃ ২ ঃ ১


১.১৩ অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি হল -

(ক) বর্ণান্ধতা

(খ) হিমোফিলিয়া

(গ) রাতকানা

(ঘ) থ্যালাসেমিয়া

উত্তরঃ (ঘ) থ্যালাসেমিয়া


১.১৪ সংকর F₁ জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রসকে বলা হয় -

(ক) ক্রসিং ওভার

(খ) টেস্টক্রস

(গ) রেসিপ্রোকাল ক্রস

(ঘ) ক্রিস ক্রস

উত্তরঃ (খ) টেস্টক্রস


১.১৫ মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি উভয় মেরুর দিকে গমন করে -

(ক) প্রোফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (গ) অ্যানাফেজ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close