ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 204
বিভাগ - খ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ
নীচের বাক্যগুলোর শূণ্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ঃ
২.১ কানের __________ নালী দেহের ভারসাম্য রক্ষা করে।
উত্তরঃ অর্ধচন্দ্রাকার
২.২ সুষুম্নাকান্ডের গহ্বরটি হল __________।
উত্তরঃ কেন্দ্রীয় নালী
২.৩ নিউক্লিয়াসের বিভাজনকে ___________ বলে।
উত্তরঃ ক্যারিওকাইনেসিস
২.৪ হিস্টোন এক প্রকারের __________ প্রোটিন।
উত্তরঃ ক্ষারীয়
২.৫ জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে __________ বৈশিষ্ট্য বলে।
উত্তরঃ প্রচ্ছন্ন
২.৬ রাজকীয় (রয়্যাল) হিমোফিলিয়াতে রক্ততঞ্চনকারী __________ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না।
উত্তরঃ VIII
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপন করো (যে কোনো পাঁচটি) ঃ
২.৭ T ও T গ্যামেটের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়।
উত্তরঃ সত্য
২.৮ দ্বিসংকর জননের পরীক্ষা থেকে 'পৃথকীভবন' -এর সূত্র পাওয়া যায়।
উত্তরঃ মিথ্যা
২.৯ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়া জনন সম্পন্ন করে।
উত্তরঃ সত্য
২.১০ ইন্টারফেজের G₁ দশায় DNA সংশ্লেষিত হয়।
উত্তরঃ মিথ্যা
২.১১ মস্তিষ্কের হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
উত্তরঃ সত্য
২.১২ ভ্যাসোপ্রেসিন, ADH এর অপর নাম।
উত্তরঃ সত্য
A -স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভের সমতা বিধান করো (যে কোনো পাঁচটি) ঃ
উত্তরঃ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো ঃ অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু
উত্তরঃ ভেগাস স্নায়ু
২.২০ একটি স্টেরয়েড হরমোনের নাম লেখো।
উত্তরঃ টেস্টোস্টেরন
২.২১ সাইন্যাপস কাকে বলে?
উত্তরঃ দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে।
২.২২ প্রাণীকোশ ঃ ক্লিভেজ ঃ ঃ __________ ঃ কোশপাত।
উতরঃ উদ্ভিদ কোশ
২.২৩ রাইবোজ শর্করা কোন নিউক্লিক অ্যাসিডে থাকে?
উত্তরঃ RNA
২.২৪ নিষেকের পর ফুলের কোন্ অংশ বীজে রূপান্তরিত হয়?
উত্তরঃ ডিম্বক
২.২৫ গিনিপিগের ক্ষেত্রে bbRr জিনোটাইপ কোন্ ফিনোটাইপ নির্দেশ করে ?
উত্তরঃ সাদা-অমসৃণ
২.২৬ লাল বর্ণান্ধতাকে কী বলে?
উত্তরঃ প্রটানোপিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ