ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 225
বিভাগ - ক
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১। প্রতিটি প্রশ্নের সথিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
১.১ ফুলদানিতে ফুলকে বেশিদিন রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি হল -
(ক) অক্সিন
(খ) জিব্বারেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) ইথিলিন
উত্তরঃ (গ) সাইটোকাইনিন
১.২ রেমিজেস-এর সংখ্যা -
(ক) ১২টি
(খ) ১২টি জোড়া
(গ) ২৩টি
(ঘ) ২৩ জোড়া
উত্তরঃ (গ) ২৩টি
১.৩ উদ্ভিদের গমন ঘটে -
(ক) কচুরিপানায়
(খ) ক্ল্যামাইডোমোনাস
(গ) লজ্জাবতী
(ঘ) বনচাঁড়াল
উত্তরঃ (খ) ক্ল্যামাইডোমোনাস
১.৪ কোশ পর্দার ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে যে হরমোন -
(ক) গ্লুকাগন
(খ) ইনসুলিন
(গ) ADH
(ঘ) থাইরক্সিন
উত্তরঃ (খ) ইনসুলিন
১.৫ গুরুমস্তিষ্কের প্রবেশদ্বার হল -
(ক) হাইপোথ্যালামাস
(খ) থ্যালামাস
(গ) মেটাথ্যালামাস
(ঘ) পনস
উত্তরঃ (খ) থ্যালামাস
১.৬ পেশির যে প্রক্রিয়া ফলে ভাঁজ হওয়া অস্থি দুটি পরস্পর দূরে সরে যায় অর্থাৎ কৌণিক দুরত্ব বাড়ে, ওই ক্রিয়াকে বলা হয় -
(ক) ফ্লেক্সন
(খ) এক্সটেনশন
(গ) অ্যাবডাকশন
(ঘ) অ্যাডাকশন
উত্তরঃ (খ) এক্সটেনশন
১.৭ বংশগতির একক হল -
(ক) ক্রোমোজোম
(খ) DNA
(গ) RNA
(ঘ) জিন
উত্তরঃ (ঘ) জিন
১.৮ কোন্টি ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন নয়?
(ক) আর্জিনিন
(খ) ট্রিপটোফান
(গ) হিস্টিডিন
(ঘ) লাইসিন
উত্তরঃ (খ) ট্রিপটোফান
১.৯ ভুল জোড়টি চিহ্নিত করো -
(ক) বহু বিভাজন - প্লাসমোডিয়াম
(খ) কোরকদগম - হাইড্রা
(গ) রেনু উৎপাদন - ইস্ট
(ঘ) পুনরুৎপাদন - প্ল্যানেরিয়া
উত্তরঃ (গ) রেনু উৎপাদন - ইস্ট
১.১০ সস্যে ক্রোমোজোম সংখ্যা -
(ক) n
(খ) 2n
(গ) 3n
(ঘ) 4n
উত্তরঃ (গ) 3n
১.১১ প্রজাতির আনুপাতিক ধ্রুবক কোন্টি?
(ক) U+C/G+A
(খ) A+C/T+G
(গ) G+C/A+T
(ঘ) A+G/T+C
উত্তরঃ (গ) G+C/A+T
১.১২ DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোশ চক্রের যে দশায়।
(ক) G দশায়
(খ) S দশায়
(গ) G₂ দশায়
(ঘ) M দশায়
উত্তরঃ (খ) S দশায়
১.১৩ একটি জলপরাগী ফুল বা হাইড্রোফিলি হল -
(ক) পদ্ম
(খ) পাতাঝাঁঝি
(গ) কচু
(ঘ) স্যালভিয়া
উত্তরঃ (খ) পাতাঝাঁঝি
১.১৪ ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময়কে বলা হয় -
(ক) সাইন্যাপসিস
(খ) বাইভ্যালেন্ট
(গ) ক্রসিংওভার
(ঘ) কায়াজমা
উত্তরঃ (গ) ক্রসিংওভার
১.১৫ কোন্টি প্রচ্ছন্ন চরিত্র -
(ক) বেগুনি ফুল
(খ) হলুদ ফল
(গ) হলুদ বীজ
(ঘ) কাক্ষিক পুষ্প
উত্তরঃ (খ) হলুদ ফল
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ