ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 225
বিভাগ - খ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
২.১ নীচের ২৬টি প্রশ্নের থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে ঃ
পূর্ণবাক্যে উত্তর দাও। (যে কোন ৬টি) ঃ
২.১ একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়?
উত্তরঃ গেইটোনোগ্যামি
২.২ স্ট্যামিনোড কি?
উত্তরঃ নিষ্ক্রিয় এবং পরাগধানী বিহীন পুংকেশরকে স্ট্যামিনোড বলে।
২.৩ অ্যালোজোম বাহিত একটি রোগের নাম লেখো।
উত্তরঃ বর্ণান্ধতা
২.৪ মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ হুগো দ্য ভ্রিস
২.৫ বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে খর্ব মটর গাছের সংকরায়ন ঘটালে F₁ জনুতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্য কি রূপ হবে?
উত্তরঃ সংকর লম্বা
২.৬ নেফ্রনের দুরবর্তী সংবর্ত নালীকা ও সংগ্রাহী নালীকাতে জলের পুনঃশোষণ ঘটায় এবং দেহে জলের ভারসাম্য রক্ষা করে কোন হরমোন?
উত্তরঃ ADH
২.৭ একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।
উত্তরঃ অ্যাসিটাইল কোলিন
২.৮ পীত গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ প্রোজেস্টেরন
নীচের বাকগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যে কোনো পাঁচটি) ঃ
২.৯ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধাকে __________ বলে।
উত্তরঃ সাইন্যাপসিস
২.১০ একটিমাত্র কোশ থেকে পূর্ণাঙ্গ সৃষ্টি করা হলে কোশের সেই ধর্মকে __________ বলে।
উত্তরঃ টোটিপোটেনসি
২.১১ লাল বর্ণান্ধতা ঃ প্রোটোনোপিয়া ঃ ঃ সবুজ বর্ণান্ধতা ঃ __________।
উত্তরঃ টিউটোরানোপিয়া
২.১২ একই জিনের বিভিন্ন রূপগুলি হল __________।
উত্তরঃ অ্যালিন
২.১৩ যে পদ্ধতিতে ফুলের পরাগধানীগুলি কেটে বাদ দেওয়া হয় তাকে __________ বলে।
উত্তরঃ ইমাসকুলেশন
২.১৪ α থ্যালাসেমিয়ার জন্য প্রচ্ছন্ন জিনটি মানুষের __________ নং ক্রোমোজোমে অবস্থিত।
উত্তরঃ ১৬
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) ঃ
২.১৫ সাইটোকাইনিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।
উত্তরঃ মিথ্যা
২.১৬ দুটি নিউরোণের সংযোগস্থকলে সাইন্যাপসিস বলে।
উত্তরঃ মিথ্যা
২.১৭ গুরুমস্তিষ্কের দুটি অর্ধগোলক ভারমিস নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে।
উত্তরঃ মিথ্যা
২.১৮ নিষেকের পর ডিম্বক ফলে পরিণত হয়।
উত্তরঃ মিথ্যা
২.১৯ ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় ADH - এর অভাবে।
উত্তরঃ সত্য
২.২০ একজন বর্ণান্ধ কন্যাসন্তানের পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হতে হবে।
উত্তরঃ মিথ্যা
A স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সররাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (পাঁচটি) ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ