ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 678
বিভাগ - ক
Download History App : Madhyamik History Suggestion 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
১.১ 'দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৮ খ্রস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
১.২ ক্রিকেট খেলার সূচনা হয়েছিল -
(ক) দক্ষিণ আফ্রিকাতে
(খ) নিউজিল্যান্ডে
(গ) অস্ট্রেলিয়াতে
(ঘ) ইংল্যান্ডে
উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে
১.৩ 'লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার' -এর লেখক হলেন -
(ক) মতিলাল নেহেরু
(খ) মহাত্মা গান্ধি
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তরঃ (ঘ) জওহরলাল নেহেরু
১.৪ সরকারি নথিপথ সংরক্ষণ করা হয় -
(ক) জাদুঘর
(খ) সরকারি সেরেস্তায়
(গ) জাতীয় মহাফেজখানায়
(ঘ) দপ্তর খানায়
উত্তরঃ (গ) জাতীয় মহাফেজখানায়
১.৫ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) ডেভিড হেয়ার
(খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) উমেশচন্দ্র দত্ত
উত্তরঃ (ঘ) উমেশচন্দ্র দত্ত
১.৬ 'হুতোম প্যাঁচা' ছদ্মনামে লিখেছেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) রাধাকান্ত দেব
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) কালীপ্রসন্ন সিংহ
১.৭ ভারতবর্ষে ইংরেজি শিক্ষা সরকারি আনুকূল্য ল্যাব করে যাঁর সিন্ধান্তের ফলে তিনি হলেন -
(ক) বেথুন
(খ) ডেভিড হেয়ার
(গ) লর্ড কর্নওয়ালিশ
(ঘ) মেকলে
উত্তরঃ (ঘ) মেকলে
১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় -
(ক) ১৮২৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -
(ক) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.১০ মুন্ডা বিদ্রহকে বলা হয় -
(ক) হুল
(খ) সিঙ বোঙা
(গ) উলগুলান
(ঘ) পাইক
উত্তরঃ (গ) উলগুলান
১.১১ 'জমি আল্লার দান' - একথা বলেন
(ক) তিতুমির
(খ) দুদু মিঞা
(গ) করম শাহ
(ঘ) ইশান রায়
উত্তরঃ (খ) দুদু মিঞা
১.১২ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা যে বিদ্রোহের খবর নিয়মিতভাবে প্রকাশ করেছিল তা হল -
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) পাবনা বিদ্রোহ
(ঘ) নীল বিদ্রোহ
উত্তরঃ (ঘ) নীল বিদ্রোহ
১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের 'প্রথম স্বাধীনতার যুদ্ধ' বলে অভিহিত করেছেন -
(ক) স্বামী বিদ্যানন্দ
(খ) বিনায়ক দামোদর সাভারকার
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) স্বামী সহজানন্দ
উত্তরঃ (খ) বিনায়ক দামোদর সাভারকার
১.১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিক
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ (ক) লর্ড ক্যানিং
১.১৫ 'ছিয়াত্তরের মন্বন্তর' ও 'সন্ন্যাসী-ফকির বিদ্রোহ' - এর কথা জানা যায় যে উপন্যাস থেকে তা হল -
(ক) পথের দাবী
(খ) দেবী চৌধুরানী
(গ) আনন্দমঠ
(ঘ) শ্রীকান্ত
উত্তরঃ (গ) আনন্দমঠ
১.১৬ 'ভারত সভার' প্রথম সম্পাদক ছিলেন -
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আনন্দমোহন বসু
উত্তরঃ (ঘ) আনন্দমোহন বসু
১.১৭ পূর্ব বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল -
(ক) পাবনায়
(খ) ঢাকায়
(গ) বরিশালে
(ঘ) রংপুরে
উত্তরঃ (ঘ) রংপুরে
১.১৮ বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন -
(ক) উইলিয়াম কেরি
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) পঞ্চানন কর্মকার
উত্তরঃ (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১৯ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' এর প্রথম অধ্যক্ষ ছিলেন -
(ক) প্রথমনাথ বসু
(খ) তারকনাথ পালিত
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) মেঘনাদ সাহা
উত্তরঃ (ক) প্রথমনাথ বসু
১.২০ রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা প্রভাবিত হয়েছিল যাঁর দ্বারা তিনি হলেন -
(ক) হিউম
(খ) ফ্রয়বেল
(গ) রুশো
(ঘ) পেস্তালজি
উত্তরঃ (খ) ফ্রয়বেল
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ