ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 678
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) ঃ
উপবিভাগ ঃ ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ 'দ্য সাইলেন্ট স্প্রিং' গ্রন্থটি কে লেখেন?
উত্তরঃ রাচেল কারসন
২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
২.১.৩ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কোন্ গাছ?
উত্তরঃ শাল গাছ
২.১.৪ কত খ্রিস্টাব্দে সি ভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পান?
উত্তরঃ ১৯৩০ সালে
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো ঃ
২.২.১ পুরুলিয়া জেলার ইতিহাস স্থানীয় ইতিহাসের অন্তর্ভুক্ত।
উত্তরঃ ঠিক
২.২.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে।
উত্তরঃ ঠিক
২.২.৩ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বসু।
উত্তরঃ ভুল
২.২.৪ নীল কমিশন গঠিত হয় ১৮৬২ খ্রিস্টাব্দে/
উত্তরঃ ভুল
উপবিভাগ ঃ ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ
২.৪.১ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের শহর - বোম্বাই
২.৪.২ ভারত সভার প্রথম অধিবেশনের শহর - কলকাতা
২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - ঝাঁসি
২.৪.৪ ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্র গোয়া
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ
২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানী 'লক্ষ্মীর ভান্ডার' প্রতিষ্ঠা করছিলেন।
ব্যাখ্যা ১ ঃ জীবিকা অর্জনের জন্য তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন।
ব্যাখ্যা ২ ঃ স্বদেশি পণ্য সাধারনের মধ্যে প্রচলনের জন্য তিনি 'লক্ষ্মীর ভান্ডার' প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ৩ ঃ নিত্য পূজার সামগ্রী বিক্রয়ের জন্য তিনি 'লক্ষ্মীর ভান্ডার' প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ স্বদেশি পণ্য সাধারনের মধ্যে প্রচলনের জন্য তিনি 'লক্ষ্মীর ভান্ডার' প্রতিষ্ঠা করেন।
২.৫.২ বিবৃতি ঃ রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবি জানিয়ে লর্ড আর্মহাস্টকে পত্র লেখেন।
ব্যাখ্যা ১ ঃ তিনি ছিলেন প্রাচ্য শিক্ষার ঘোরতর বিরোধী।
ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো।
ব্যাখ্যা ৩ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সাহায্য করা।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তাঁর উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো।
২.৫.৩ বিবৃতি ঃ 'বঙ্গভাষা প্রকাশিত সভা' ছিল এদেশের প্রথম রাজনৈতিক সভা।
ব্যাখ্যা ১ ঃ এই সভা সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেছিল।
ব্যাখ্যা ২ ঃ রাজনৈতিক উদ্দেশ্য গোপন করার জন্য সভার নামকরণ হয় 'বঙ্গভাষা প্রকাশিত সভা'।
ব্যাখ্যা ৩ ঃ সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভার রূপান্তরিত হয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভার রূপান্তরিত হয়েছিল।
২.৫.৪ বিবৃতি ঃ বাংলার ছাপাখানা বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলার প্রকশনা।
ব্যাখ্যা ১ ঃ বটতলা থেকে প্রকাশিত অনুবাদ সাহিত্য।
ব্যাখ্যা ২ ঃ শুধুমাত্র পন্ডিত ব্যক্তিদের রচনাবলী বটতলা থেকে প্রকাশিত হত।
ব্যাখ্যা ৩ ঃ বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হত।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হত।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ