LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 700 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 700 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 700



বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


১.১ 'নাইনটিনস সেঞ্চুরি ইন্ডিয়ান ফোটোগ্রাফি' গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) জন ওয়েভ

(খ) বিদ্যা দেহেজিয়া

(গ) সোফি গর্ডন

(ঘ) আর জালাস নিকেল

উত্তরঃ (গ) সোফি গর্ডন


১.২ আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সবচাইতে বড়ো শিল্পী ছিলেন -

(ক) লরি বেকার

(খ) চার্লস কোরিয়া

(গ) লা কোরবুজিয়ার

(ঘ) বি আর নন্দ

উত্তরঃ (খ) চার্লস কোরিয়া


১.৩ 'এ নেশন ইন মেকিং' গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) মহাত্মা গান্ধী

(খ) শিবনাথ শাস্ত্রী

(গ) সুভাষচন্দ্র বসু

(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


১.৪ 'রাজা হরিশচন্দ্র' সিনেমাটির পরিচালক কে ছিলেন?

(ক) সত্যজিৎ রায়

(খ) মৃণাল সেন

(গ) দাদাসাহেব ফালকে

(ঘ) তপন সিনহা

উত্তরঃ (গ) দাদাসাহেব ফালকে


১.৫ 'কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের' সভাপতি ছিলেন -

(ক) জোনাথান ডানকান

(খ) টমাস ব্যাবিংটন

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) হল্ট ম্যাকেনজি

উত্তরঃ (খ) টমাস ব্যাবিংটন


১.৬ 'নববিধান ব্রাহ্মসমাজ' গঠন করেন -

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশবচন্দ্র সেন

(গ) রামমোহন রায়

 (ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন


১.৭ বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হল -

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পণ

(গ) হিন্দু প্যাট্রিয়ট

(ঘ) দিগদর্শন

উত্তরঃ (ঘ) দিগদর্শন


১.৮ বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে 'আচার্য' হিসেবে দীক্ষিত হন -

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭১ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে


১.৯ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় -

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে


১.১০ 'করিম শাহ' কোন্‌ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -

(ক) ফরাজি আন্দোলন

(খ) ওয়াহাবি আন্দোলন

(গ) পাগলাপন্থী অন্দোলন

(ঘ) চুয়াড় আন্দোলন

উত্তরঃ (গ) পাগলাপন্থী অন্দোলন


১.১১ 'মেদিনীপুরের লক্ষ্মীবাঈ' নামে পরিচিত হন -

(ক) দুর্জন সিং

(খ) রানী শিরোমণি

(গ) অচল সিং

(ঘ) দেবী সিংহ

উত্তরঃ (খ) রানী শিরোমণি


১.১২ কোন্‌ শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে 'জঙ্গলমহল' নামে একটি বিশেষ জেলা গঠন করা হয় -

(ক) তমলুক

(খ) ইংরেজবাজার

(গ) বিষ্ণুপুর

(ঘ) সিউড়ি

উত্তরঃ (গ) বিষ্ণুপুর


১.১৩ আসামে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) নানাসাহেব

(খ) মণিরাম দেওয়ান

(গ) মৌলবি আহমদুল্লা

(ঘ) বক্তা খাঁ

উত্তরঃ (খ) মণিরাম দেওয়ান


১.১৪ ঐতিহাসিক আর জি প্রধান-এর মতে কাকে 'ভারতীয় জাতীয়তাবাদের জনক' বলা হয় -

(ক) সাভারকার

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) অরবিন্দ ঘোষ

উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ


১.১৫ 'গোরা' উপন্যাস লিখেছেন -

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


১.১৬ কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জিতলে বাঙালির রক্তে ফুটবলপ্রীতি তীব্র হয়ে ওঠে -

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে


১.১৭ 'হাফটোন ব্লক প্রিন্টিং' -এর রচয়িতা হলেন -

(ক) সুকুমার রায়

(খ) যোগীন্দ্রনাথ সরকার

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) সত্যজিৎ রায়

উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.১৮ 'ব্রাহ্মাণ-রোমাণ ক্যাথলিক সংবাদ' গ্রন্থটির লেখক হলেন -

(ক) উইলিয়াম কেরি

(খ) দোম আন্তনিও

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) ন্যাথালিয়েল ব্রাসিহালহেদ

উত্তরঃ (খ) দোম আন্তনিও


১.১৯ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২১ খ্রিস্টাব্দে


১.২০ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স' প্রতিষ্ঠা করেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সি ভি রমন

(গ) মহেন্দ্রলাল সরকার

(ঘ) তারকনাথ পালিত

উত্তরঃ (গ) মহেন্দ্রলাল সরকার


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close