Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 700 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 700 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 700


বিভাগ - খ


Download History App : Madhyamik History Suggestion 2022


২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) ঃ


উপবিভাগ ঃ ২.১


একটি বাক্যে উত্তর দাও ঃ


২.১.১ ব্রাহ্মিকা শাড়ি পড়ার সূত্রপাত কোথা থেকে নয়।

উত্তরঃ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের থেকে চালু হয়।


২.১.২ কত খ্রিস্টাব্দে কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো-পাক যুদ্ধে (কার্গিল যুদ্ধ) ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকা লক্ষ্য করা যায়?

উত্তরঃ ১৯৯৯ খ্রিস্টাব্দে


২.১.৩ ভারতীয় চিত্রশিল্পে কার আঁকা ছবিগুলি অবনীন্দ্রশৈলী নামে খ্যাত?

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলি


২.১.৪ 'রক্তকরবী' নাটকটি কার লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


উপবিভাগ ঃ ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো ঃ


২.২.১ ১৮৬০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক 'নীলদর্পণ'।

উত্তরঃ ভুল


২.২.২ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।

উত্তরঃ ঠিক


২.২.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার।

উত্তরঃ ঠিক


২.২.৪ ঊনবিংশ শতক ছিল বাংলার নবজাগরণের যুগ।

উত্তরঃ ঠিক


উপবিভাগ ঃ ২.৩


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ জমির যৌথ মালিকানা

(১) সাঁওতাল বিদ্রোহ

২.৩.২ দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ

(২) পাবনা বিদ্রোহ

২.৩.৩ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

(৩) মুন্ডা বিদ্রোহ

২.৩.৪ প্রজাস্বত্ত্ব আইন

(৪) ফরাজি আন্দোলন

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ জমির যৌথ মালিকানা

(৩) মুন্ডা বিদ্রোহ

২.৩.২ দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ

(১) সাঁওতাল বিদ্রোহ

২.৩.৩ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

(৪) ফরাজি আন্দোলন

২.৩.৪ প্রজাস্বত্ত্ব আইন

(২) পাবনা বিদ্রোহ


উপবিভাগ ঃ ২.৪


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ


২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা - মেদিনীপুর

২.৪.২ মহারা ঘোষণাপত্রের ঘোষণাস্থল - এলাহাবাদ

২.৪.৩ ১৮৫৭-এর বিদ্রোহের কেন্দ্র 

২.৪.৪ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসাত


উপবিভাগ ঃ ২.৫


নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ


২.৫.১ বিবৃতি ঃ উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়।

ব্যাখ্যা ১ ঃ উনিশ শতকে মানুষের মধ্যে বই পড়ার ঝোঁক অন্ত্যন্ত বেড়ে যায়।

ব্যাখ্যা ২ ঃ এই সময় যে বইগুলি ছাপা হত সেগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্তাকর্ষক।

ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।


২.৫.২ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্বভারতী' প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখ্যা ১ ঃ কবির কাছে 'বিশ্বভারতী' ও 'বিশ্বমানবতাবাদ একই অর্থবোধক।

ব্যাখ্যা ২ঃ চিরাচরিত শিক্ষা দেবার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিষ্ঠার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ কবির কাছে 'বিশ্বভারতী' ও 'বিশ্বমানবতাবাদ একই অর্থবোধক।


২.৫.৩ বিবৃতি ঃ পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিনস সফল হতেন না।

ব্যাখ্যা ১ ঃ চার্লস উইলকিনস একাই বাংলা হরফ নির্মাণ করেন।

ব্যাখ্যা ২ ঃ বাংলা ছাপা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার।

ব্যাখ্যা ৩ ঃ পঞ্চানন কর্মকারের ভূমকা ছিল নগণ্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বাংলা ছাপা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার।


২.৫.৪ বিবৃতি ঃ কলকাতায় জাতীয় শিক্ষাপরিষদ গঠিত হয়েছিল।

ব্যাখ্যা ১ ঃ বিদেশি শিক্ষার প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ২ ঃ ঔপনিবেশিক শিক্ষার প্রসারের জন্য।

ব্যাখ্যা ৩ ঃ বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ বিদেশি শিক্ষার প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য।


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close