মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ভৌতবিজ্ঞান
পূর্ণমান ঃ ২০
১। ঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ML²T-² যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো -
(ক) কার্য
(খ) ক্ষমতা
(গ) বল
(ঘ) ভরবেগ
উত্তরঃ (ক) কার্য
১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলো -
(ক) কার্য
(খ) দ্রুতি
(গ) ভরবেগ
(ঘ) ক্ষমতা
উত্তরঃ (গ) ভরবেগ
১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলো -
(ক) MLT-²
(খ) LT-¹
(গ) LT-²
(ঘ) MLT-¹
উত্তরঃ (গ) LT-²
২। একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই।
উত্তরঃ আপেক্ষিক গুরুত্ব
২.২ ভরবেগ লব্ধ একক না মৌলিক একক?
উত্তরঃ লব্ধ একক
Download Model Activity Task 2022 Apps
২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি?
উত্তরঃ স্কেলার রাশি
৩। সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ 3 kg ভরের বস্তুতে 5 m/s² ত্বরণ সৃষ্টি করতে, না 4 Kg ভরের বস্তুতে 4 m/s² ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে? যুক্তি দাও।
উত্তরঃ
প্রথম ক্ষেত্রে
বস্তুর ভর (m₁), = 3 kg
ত্বরণ (a₁) = 5 m/s²
বল (f₁) = ?
আমরা জানি,
f₁=m₁a₁
বা, f₁ = 3 x 5
= 15
∴ প্রযুক্ত বল = 15 নিউটন
দ্বিতীয় ক্ষেত্রে ,
বস্তুর ভর (m₂), = 4 kg
ত্বরণ (a₂) = 4 m/s²
বল (f₂) = ?
আমরা জানি,
f₂ = m₂a₂
বা, f₂ = 4 x 4
= 16 নিউটন
∴ f₂ > f₁
অর্থাৎ 4kg ভরের বস্তুতে 4 m/s² ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন।
৩.২ কোন শর্তে সরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে। অর্থাৎ কোনো বস্তুকণার সরণের পরিমাণ হলো বস্তুকণার দুটি অবস্থানের মধ্যবর্তী নুন্যতম দূরত্ব এবং বস্তুকণা সরল বা বক্রপথে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে। অর্থাৎ কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে গতিশীল হবে তখন বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে।
৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল?
উত্তরঃ একটি স্কেলার রাশি হলো কার্য যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত কার্যের একক হলো নিটন/মিটার।
কার্যের একক তিনটি মৌলিক এককের নির্ভরশীল - কিলোমিটার.মিটার ও সেকেন্ড।
৩.৪ আলোকবর্ষ কী? SI পদ্ধতিতে এর মান কত?
উত্তরঃ শূন্যস্থানে 3 x 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়ে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে আলোকবর্ষ।
SI পদ্ধতিতে এর মান হল - 9.46 x 10¹² কিলোমিটার
৪। নীচের প্রশ্ন দুটির উত্তর দাও ঃ
৪.১ জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে?
উত্তরঃ
(ক) প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হল। ধরি, বস্তুটির ভর হল m একক। (খ) প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হল। (গ) এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হল যাতে পরীক্ষাধীন বস্তুটির ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হল। মনে করি, পাঠ V₁ একক।
(ঘ) এবার বস্তুটিকে পরিষ্কার করে মোম মাখানো একটি সরু ও শক্ত সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হল। ফলে, জলতল কিছুটা উপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হল। মনে করি V₂ এই পাঠ, ঘন একক। [এক্ষেত্রে মোম মাকানো সুতোটি ভেজে না। অর্থাৎ জলশোষণ করে না, তাই পাঠে কোনো ভুল আসে না]
এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে V₁ থেকে V₂ পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বণ ত্রুটি যাতে না আসে, সেদিকে লক্ষ রাখতে হবে।
৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি? তাদের নাম লেখো। এগুলি কোথায় ব্যবহৃত হয়।
উত্তরঃ SI পদ্ধতিতে সহায়ক একক হলো 7 টি।
এককগুলি হলো - মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা ও মোল।
একক গুলির ব্যবহার -
মিটার দৈর্ঘ্য পরিমাপে কিলোগ্রাম ভর পরিমাপে, সেকেন্ড সময় পরিমাপে, অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপে, কেলভিন উষ্ণতা পরিমাপে, ক্যান্ডেলা দীপন প্রাবল্যের পরিমাপে এবং মোল পদার্থের পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয়।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
class 9
উত্তরমুছুনc 9
উত্তরমুছুন