LightBlog
Model Activity Task Class 9 Life Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি জীবনবিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 9 Life Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি জীবনবিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

জীবনবিজ্ঞান

পূর্ণমান ঃ ২০


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


Download Model Activity Task 2022 Apps


১.১ প্রোক্যারিওটিক কোশে রাইবোজোমের উপএকক দুটি নির্বাচন করো ঃ

(ক) 60Sও 40S

(খ) 50S ও 40S

(গ) 60S ও 30S

(ঘ) 50S ও 30S

উত্তরঃ (ঘ) 50S ও 30S


১.২ নীচের যে জোরটি সঠিক নয় তা স্থির করো -

(ক) কোশপর্দা - কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা

(খ) লাইসোজোম - পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করা

(গ) মাইটোকনড্রিয়া - প্রোটিন সংশ্লেষ করা

(ঘ) সেন্ট্রোজোম - কোশ বিভাজনে সাহায্য করা

উত্তরঃ (গ) মাইটোকনড্রিয়া - প্রোটিন সংশ্লেষ করা


১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো -

(ক) আবরণী কলা

(খ) যোগ কলা

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

উত্তরঃ (খ) যোগ কলা


২। নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ঃ


২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।

উত্তরঃ ঠিক


২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।

উত্তরঃ ভুল


Download Model Activity Task 2022 Apps


২.৩ DNA - তে রাইবোজ শর্করা উপস্থিত থাকে।

উত্তরঃ ভুল


২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।

উত্তরঃ ঠিক


৩। দুই-তিন বাক্যে উত্তর দাও ঃ


৩.১ প্যারেনকাইন কলার বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ প্যারেনকাইন কলার বৈশিষ্ট্য -

(১) কোশগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার।

(২) এর কোশপ্রাচীর সেলুলোজ নির্মিত ও পাতলা।

(৩) সুস্পষ্ট নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান।


৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?

উত্তরঃ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক-এর সাহায্য -

(১) মূত্র উৎপাদন

(২) রেচন পদার্থের অপসারণ

(৩) দেহে জলসাম্য নিয়ন্ত্রণ ও অভিস্রবণ চাপ বজায় রাখা

(৪) ইলেকট্রোলাইটস্‌ ও লবণ ঘনত্ব নিয়ন্ত্রণ

(৫) বিভিন্ন উপাদান পুনঃশোষণ করা

(৬) দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করা।


৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করো।

উত্তরঃ কোশ পর্দার কাজগুলি হল -

(১) প্রাণীকোশকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে।

(২) কোশীয় অঙ্গাণু সৃষ্টি করা

(৩) আন্তঃকোশীর সংযোগস্থাপন করা

(৪) অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে

(৫) স্নায়ু উদ্দীপনা পরিবহন করা


৩.৪ মানবদেহে ভিটামিন D - র ভূমিকা আলোচনা করো।

উত্তরঃ মানবদেহে ভিটামিন D - র ভূমিকা -

(১) দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে।

(২) অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষনে সাহায্য করে।

(৩) অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। 

(৪) ধনুষ্টংকার রোগ প্রতিরোধ করে।

(৫) এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়োদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়।


৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখো।

উত্তরঃ 

ভাজক কলার কাজ -

(১) এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।

(২) দেহে নতুন অঙ্গ উৎপাদনে ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে।

(৩) ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়।

প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য হল -

প্রথমত, প্রোক্যারিওটিক কোশ নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত, কিন্তু ইউক্যারিওটিক কোশ নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত।

দ্বিতীয়ত, প্রোক্যারিওটিক কোশ পর্দা দিয়ে ঘেরা কোশ অঙ্গাণু থাকে না, তবে ইউক্যারিওটিক কোশ পর্দা দিয়ে ঘেরা বিভিন্ন কোশ অঙ্গাণু উপস্থিত।

তৃতীয়ত, প্রোক্যারিওটিক কোশ রাইবোজোম 70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে আর ইউক্যারিওটিক কোশ রাইবোজোম 80S প্রকৃতির এবং এন্ডোওলাজমীয় জালিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close