মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণী
বাংলা (প্রথম ভাষা)
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
Download Model Activity Task 2022 Apps
১.১ 'অসুখী একজনে' কবিতার ভাষান্তর করেছেন-
(ক) শঙ্খ ঘোষ
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) নবারুণ ভট্টাচার্য
(ঘ) অর্ঘ্যকুসুম দত্ত গুপ্ত
উত্তর: (গ) নবারুণ ভট্টাচার্য
১.২ কবি পাবলো নেরুদার জন্মস্থান-
(ক) চিলি
(খ) পেরু
(গ) ফ্রান্স
(ঘ) ইতালি
উত্তর: (ক) চিলি
১.৩ 'সে জানতো না'-উদ্ধৃতাংশে 'সে' বলতে বোঝানো হয়েছে গির্জার এক-
(ক) সন্ন্যাসিনীকে
(খ) একটি শিশুকে
(গ) একজন সাধারন নারীকে
(ঘ) ঈশ্বরকে
উত্তর: (গ) একজন সাধারন নারীকে
Download Model Activity Task 2022 Apps
২. কম-বেশি ২০ টি শব্দে উত্তর লেখ:
২.১ 'আমি তাকে ছেড়ে দিলাম'-কথক কাকে ছেড়ে দিলেন?
উত্তর: অসুখী একজন কবিতা থেকে জানা যায় কবিতার কথক বৃহত্তর কর্মের আহ্বানে তিনি তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছিলেন।
২.২ 'বছরগুলো নেমে এল তার মাথার ওপর।'-বছরগুলো কিভাবে নেমে এসেছিল?
উত্তর: পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় অপেক্ষারতা মেয়েটির মাথার উপর পরপর মাথরের মত একটার পর একটা বছর নেমে এসেছিল।
২.৩ 'তারপর যুদ্ধ এল' -যুদ্ধ কিভাবে এসেছিল?
উত্তর: কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর লেখ:
৩.১ 'সেই মেয়েটির মৃত্যু হল না।'-মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কি?
উত্তর: উদ্ধৃতাংশটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে।
অসুখী একজন কবিতার গভীরে নিহিত হয়েছে প্রেমের শাশ্বত মহিমা। যুদ্ধ বনাম প্রেমের বড়ো এই বার্তা ঘোষণা করতে গিয়ে কবি অপেক্ষারত মেয়েটিকে শাশ্বত ভালোবাসার প্রতীক করে তুলেছেন। কবি জানিয়েছেন, যুদ্ধ জগতের পার্থিব বস্তুকে ধ্বংস করলেও, প্রেম-প্রীতি-ভালোবাসার মতো মানবিক মূল্যবোধকে কখনোই ধ্বংস করতে পারে না। প্রেম অবিনশ্বর। মানুষের আগ্রাসন, সহিংসতার কাছে শাশ্বত প্রেমের মৃত্যু হয় না। তাই কথকের জন্য প্রতীক্ষারত মেয়েটিকে যুদ্ধের আগুণও স্পর্শ করতে পারেনি। মেয়েটির মৃত্যু হয়নি। মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ভালোবাসার জন্য অপেক্ষা এবং ভালোবাসার মূল্যবোধের মৃত্যু হয় না। ভালোবাসার কাছে যুদ্ধকেও হার মানতে হয়।
৩.২ 'সমস্ত সমতলে ধরে গেল আগুন'-তার ফলে কি ঘটলো?
উত্তর: কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
রক্তের এক আগ্নেয় পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনের সমস্ত সমতলে আগুন ধরেছিল।
দেবমন্দির থেকে দেব মূর্তি উল্টে পড়ে টুকরো টুকরো হয়েছিল। কথকের স্মৃতি বিজরিত বাড়ি এবং বাড়ির সমস্ত আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। যুদ্ধশেষে প্রাণচঞ্চল শহরটি কাঠ-কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল।
৩.৩ 'যেখানে ছিল শহর'-সেখানে কি কি ছড়িয়ে রইল?
উত্তর: কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। শাস্ত স্নিগ্ধ পরিবেশে যুদ্ধ অস্তিরতা আর ধ্বংসকে বহন করে আনে। ঠিক তেমনই এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধুছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। এভাবেই যুদ্ধের তান্ডবে আস্ত একটা শহর ধ্বংসস্তুপে পরিনত হয়েছিল।
৪. কম-বেশি ১৫০টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ:
'অসুখী একজন' কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
উত্তরঃ শেক্সপিয়ার বলেছিলেন - নামে কী যায় আসে গোলাপকে যে নামেই ডাকা হোক সমান সৌন্দর্য বিতরণ করে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই কথা মান্যতা পায় না। সাহিত্যে নামকরণের মধ্য দিয়েই রচনার ব্যঞ্জনা, মূল ভাবসত্য উদ্ভাসিত হয়। তাই সাহিত্যে নামকরণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় দেখা যায় এক যোদ্ধা সর্বগ্রাসী যুদ্ধের কারণেই বাসভূমি ছেড়ে, প্রিয়জনকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেছেন বহু দূরের যুদ্ধক্ষেত্রে। এমন ভয়ংকর যুদ্ধের পরিণাম মৃত্যু এটা তিনি জানেন বলেই ফিরে আসার কোনো নিশ্চয়তা তিনি রাখেননি। তবুও প্রিয় মানুষটির ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে থাকে তার প্রিয়তমা। সময়ের সাথে সাথে প্রিয়জনের বিরহে ক্ষত-বিক্ষত হয় তার মন। এমন সময় আসে যুদ্ধ। বিধ্বস্ত হয় জনপদ। শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। কিন্তু মেয়েটির মৃত্যু হয় না। প্রিম মানুষটি হয়তো ফিরে আসবে এই প্রত্যাশায় বুক বাঁধে মেয়েটি।
সমগ্র কবিতা জুড়েই অনুভূত হয় প্রিয়-বিরহে অপেক্ষাকৃত মেয়েটির বিষন্নতা একাকিত্বের করুন সুর। ভয়ানক যুদ্ধে মানুষের মৃত্যু মিছিল, মানুষের সমস্ত সৃষ্টির ধ্বংস, দেবতাদের অসহায়তার থেকেও বড়ো হয়ে দাঁড়ায় মেয়েটির বিরহ। চারিদিকে যুদ্ধের চূড়ান্ত ধ্বংসলীলা, শহরে জনপ্রানীও বেঁচে নেই তার মাঝে একা মেয়েটির বেঁচে যাওয়া তাকে সীমাহীন কষ্ট আর, একাকিত্বের মাঝসমুদ্রে দাঁড় করায়। যেখানে কেউ বেঁচে নেই সেখানে একা বেঁচে থাকা মৃত্যুর থেকেও কষ্টদায়ক প্রতিপন্ন হয়। আয় ভালোবাসা আর প্রতীক্ষাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মেয়েটির মতো অসুখী আর কেউ হয়নি। এখানেই কবিতার নামকর অসুখী একজন যথার্থ হয়েছে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ