LightBlog
model activity task class 8 science january 2022
Type Here to Get Search Results !

model activity task class 8 science january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো -

(ক) ঘনত্ব

(খ) আয়তন

(গ) ওজন

(ঘ) ত্বরণ

উত্তরঃ (গ) ওজন


১.২ ঘনত্বের SI এককটি হলো -

(ক) গ্রাম/ঘনসেমি

(খ) কিলোগ্রাম/ঘনসেমি

(গ) গ্রাম/ঘনমিটার

(ঘ) কিলোগ্রাম/ঘনমিটার

উত্তরঃ (ঘ) কিলোগ্রাম/ঘনমিটার


১.৩ নিউটন/বর্গমিটার যে রাশির একক তা হলো -

(ক) বল

(খ) ঘনত্ব

(গ) ত্বরণ

(ঘ) চাপ

উত্তরঃ (ঘ) চাপ


১.৪ প্লবতার একক হলো -

(ক) নিউটন

(খ) নিউটন/বর্গমিটার

(গ) নিউটন/মিটার

(ঘ) নিউটন/মিটার

উত্তরঃ (ক) নিউটন


২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও :


২.১ চাপ নয়, বল দিয়েই কোনো তরলের প্রবাহের দিক ঠিক হয়।

উত্তরঃ ভুল


২.২ কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজোন ও প্লবতা সমান।

উত্তরঃ ঠিক


২.৩ লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে।

উত্তরঃ ঠিক


২.৪ কোনো বস্তুকে টানলেও যখন তার সরন ঘটছে না তখন ঘর্ষণ বলের বিপরীতমুখী।

উত্তরঃ ঠিক


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৩.১ একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন?

উত্তরঃ একটি আলপিন যে পরিমাণ জল সরিয়ে দেয় সেই জলের ওজন আলপিনটির চেয়ে কম। তাই আলপিন জলে ডুবে যায়। অন্যদিকে একটা স্টেনলেস স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় সেটি আয়তনের জল সরিয়ে দেয়। সরিয়ে দেওয়া জলের ওজন ওই বাটিটির চেয়ে বেশি। তাই স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে।


৩.২ মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তরঃ মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসির ভেতর থেকে সংগ্রহিত হয়। ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে।


৩.৩ একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কী কারণে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ যেহেতু সূচের অগ্রভাগ সূচালো তাই অগ্রভাগের ক্ষেত্রফল অনেক কম। ফলে অল্প বল প্রয়োগ করলেও চামড়ার ওপর বেশি চাপ পড়ে। তাই একটি সূচ অত সহজেই আমাদের ফুটো করে প্রবেশ করতে পারে।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :


৪.১ পারদের ঘনত্ব ১৩.৬ গ্রাম/ঘনসেমি হলে পাঁচ লিটার পারদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি,

ঘনত্ব = ভর / আয়তন

ஃ ভর = ঘনত্ব ✖ আয়তন

          = 13.6 ✖ 5000 গ্রাম

          = 68000 গ্রাম

ஃ পাঁচ লিটার পারদের ভর 68000 গ্রাম।


৪.২ দুটি তরলের ঘনত্বের অনুপাত ১ : ২। একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলো। কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপে বেশি হবে ও কেন?

উত্তরঃ তরলের চাপ, তার ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব বেশি হলে তার চাপও বেশি হয়। এখানে যেহেতু দ্বিতীয় তরলটির ঘনত্ব প্রথম তরলটির ঘনত্ব অপেক্ষা বেশি, তাই একই উচ্চতায় একই রকম পাত্রে তরল রাখলে এক্ষেত্রে দ্বিতীয় তরলটির পাত্রের তলদেশে বেশি চাপ হবে।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close