model activity task class 7 bengali january 2022
Type Here to Get Search Results !

model activity task class 7 bengali january 2022

 2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

বাংলা

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তর বেছে নিয়ে লেখো :


১.১ ছন্দে বাঁধা -

(ক) পাখির ডাক

(খ) রাত্রি-দিন

(গ) ঘড়ির কাঁটা

(ঘ) নৌকা জাহাজ

উত্তরঃ (খ) রাত্রি-দিন


১.২ জীবন হবে __________ - শূন্যস্থানে হবে

(ক) স্বপ্নময়

(খ) দ্বন্ধময়

(গ) কাব্যময়

(ঘ) পদ্যময়

উত্তরঃ (ঘ) পদ্যময়


১.৩ 'দিন দুপুরে __________ ডাকে' - শূন্যস্থানে হবে 

(ক) ঝিঁঝির 

(খ) পাখির

(গ) গাড়ির

(ঘ) ঝড়ের

উত্তরঃ (খ) পাখির 


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


২.১ 'ছন্দে শুধু কান রাখো' কবিতায় কবি কোন্‌ কথায় কান দিতে নিষেধ করেছেন?

উত্তরঃ 'ছন্দে শুধু কান রাখো' কবিতায় কবি অজিত দত্ত মন্দ বা খারাপ কথায় কান দিতে নিষেধ করেছেন। 


২.২ 'ছন্দ শোনা যায় নাকো।' - কখন ছন্দ শোনা যায় না?

উত্তরঃ মন্দ কথায়, দ্বন্দে মেতে থাকলে এমনকি মন সংযোগ না ঘটালে প্রকৃত ছন্দ শোনা যায় না। 


২.৩ 'কেউ লেখেনি আর কোথাও।' - কোন্‌ প্রসঙ্গে কবি একথা বলেছেন?

উত্তরঃ নদীর স্রোতে ও যে আপন ছন্দে আছে তা কবি উপলব্ধি করে একথা বলেছেন। সেই ছন্দ ধরে ছড়া লিখলে বোঝা যাবে আলোচ্য উক্তিটির তাৎপর্য। 


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ 'মনের মাঝে জমবে মজা।' - মনের মধ্যে কীভাবে মজা জমে ওঠে?

উত্তরঃ প্রকৃতি ও প্রানের বহিঃ অন্তজগৎ ছন্দময়। মন ও কানপেতে শুনলেই ছন্দের গতি-প্রকৃতি অনুভব করা যায়। চিনে নেওয়া যায় ছন্দ সুরের সংকেতে সমগ্র ভুবনটাকে। সঠিকভাবে ছন্দ বজায় রাখলে মনের মাঝে জমে ওঠে আনন্দ বা মজা। 


৩.২ 'পদ্য লেখা সহজ নয়' - পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে?

উত্তরঃ ছন্দই কবিতার প্রাণ। আমাদের সমগ্র বিশ্ব জগত ছান্দিক গতিতে এগিয়ে চলেছে। আমরা যদি মন ও প্রাণ পেতে সঠিকভাবে ছন্দটা কে চিনে নিতে না পারি তাহলে পদ্ম লেখার কাজটিও কঠিন হয়ে উঠবে। 


৩.৩ 'চিনবে তার ভুবনটাকে' - কীভাবে ভুবনকে চেনা সম্ভব হবে?

উত্তরঃ সকল ছন্দ যারা কান পেতে আর মন পেতে শুনবে, তারাই ভুবনটাকে সঠিকভাবে জানতে পারবে, চিনতে পারবে। কেননা, সমগ্র বিশ্ব চরাচর ছন্দে তালে গতিশীল। প্রকৃতি ও প্রানের ছন্দটা যদি ধরতে না পারা যায় তাহলে ভুবনটাকে অচেনা শক্ত হয়ে ওঠে। 


৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :


কিচ্ছুটি নয় ছন্দহীন।' - 'ছন্দে শুধু কান রাখো' কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো।

উত্তরঃ প্রখ্যাত কিশোর সাহিত্যিক অজিত দত্ত তাঁর 'ছন্দে শুধু কান রাখো' কবিতায় জীবন ও প্রাকৃতিক সবকিছুর মধ্যেই যে তিনি ছন্দ খুঁজে পেয়েছেন তা অতি সহজ ও সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন।

     যেমন ঝড়-বৃষ্টিতে, জ্যোৎস্না রাতে, দুপুরবেলার পাখি ডাকে, নিঝুম রাতের শিশির ডাকেও তিনি ছন্দ খুঁজে পেয়েছেন। নদীর কলকল ধ্বনি তে, মোটরগাড়ি ও রেল গাড়ির চাকা আর শব্দ, নৌকা জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং বীর ও রাত্রির আসা-যাওয়ার মধ্যেও নিজস্ব এরকমের ছন্দ তিনি খুঁজে পেয়েছেন।

     কবি কবিতার শুরুতেই আমাদের বিশেষ ভাবে জানিয়ে দিয়েছেন যে মন্দ কথায় মন না দিয়ে, দ্বন্দ্ব ভুলে মন সংযোগ স্থাপন করলে সঠিক দ্বন্দ্ব অনুধাবন করা যায়।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close