Model Activity Task Class 8 History 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি ইতিহাস ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 8 History 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি ইতিহাস ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

ইতিহাস

পূর্ণমান ঃ ২০


১। শূন্যস্থান পূরণ করো ঃ


Download Model Activity Task 2022 Apps


(ক) মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করে _________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৭১৭ 


(খ) হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করে ___________।

উত্তরঃ মির কামার উদ-দিন খান সিদ্দিকি


(গ) বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ___________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৭৭০


(ঘ) অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করে __________।

উত্তরঃ লর্ড ওয়েলেসলি


২। স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

১৭৫৭ খ্রিস্টাব্দ

১৭৬৪ খ্রিস্টাব্দ

১৭৬৫ খ্রিস্টাব্দ

১৮৭৮২ খ্রিস্টব্দ

দেওয়ানি অধিকার

পলাশি যুদ্ধ

বক্সার যুদ্ধ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

১৭৫৭ খ্রিস্টাব্দ

১৭৬৪ খ্রিস্টাব্দ

১৭৬৫ খ্রিস্টাব্দ

১৭৮২ খ্রিস্টব্দ

পলাশি যুদ্ধ

বক্সার যুদ্ধ

দেওয়ানি অধিকার


৩। একটি-দুটি বাক্যে উত্তর দাও ঃ


Download Model Activity Task 2022 Apps


(ক) কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে?

উত্তরঃ মির কাশিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিল মুঙ্গেরকে।


(খ) স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে?

উত্তরঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্যগুলি দখল করে।


(গ) কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল?

উত্তরঃ ১৭৬৭ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশুরের মধ্যে।


৪। চার-পাঁচটি বাক্যে উত্তর দাও ঃ


(ক) ফররুখশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী কী অধিকার দেওয়া হয়েছিল?

উত্তরঃ সম্রাট ফারুকশিয়ারের ফরমান দ্বারা ইংরেজ কোম্পানি যে-সমস্ত অধিকার পেয়েছিল, তা হল -

(১) ইংরেজ কোম্পানি বার্ষিক ৩০০০ টাক্র বিনিময়ে ভারতে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে।

(২) কোম্পানি বিনা শুল্কে কলকাতায় কারখানা তৈরি করতে পারবে।

(৩) শুধু বাণিজ্যিক নয়, রাজনৈতিক আধিপত্য ফরমান বলে ইংরেজরা লাভ করতে পারবে।

(৪) কোনোপ্রকার বাট্টা ছাড়াই কোম্পানি মাদ্রাজি মুদ্রা বাংলাতে চালাতে পারবে।

(৫) কোম্পানি কলকাতার পাশ্ববর্তী ৩৮টি গ্রাম কিনতে পারবে।

(৬) কোম্পানি মুর্শিদাবাদের টাকশালকে ইচ্ছামতন কাজে লাগাতে পারবে।


(খ) 'পলাশির লুন্ঠন' বলতে কী বোঝো?

উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজ উদ-দৌলাকে সরিয়ে মির জাফরকে বাংলার নবাব পদে বসান।

     পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে।

     রবার্ট ক্লাইভ-সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুন্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়।

     সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। 

     পলাশির যুদ্ধের পর মির জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুন্ঠন বলা হয়।


(গ) কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কী হয়েছিল?

উত্তরঃ দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মির কাশিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলায় রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলায় নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নমজ উদ-দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনোইতিক ক্ষমতা।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close