LightBlog
Model Activity Task Class 8 Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 8 Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান ঃ ২০


১। ঠিক উত্তর নির্বাচন করো ঃ


Download Model Activity Task 2022 Apps


১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো -

(ক) গলজি বস্তু

(খ) নিউক্লিয়াস

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) লাইসোজোম

উত্তরঃ (গ) মাইটোকনড্রিয়া


১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো -

(ক) লাইসোজোম

(খ) রাইবোজোম

(গ) সেন্ট্রোজোম

(ঘ) গলজি বস্তু

উত্তরঃ (খ) রাইবোজোম


১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো -

(ক) আবরণী কলা

(খ) যোগ কলা

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

উত্তরঃ (ঘ) স্নায়ু কলা


২। সংক্ষিপ্ত উত্তর দাও ঃ


২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?

উত্তরঃ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ কোশ।


২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গানু যার মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?

উত্তরঃ লাইসোজোম


২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী?

উত্তরঃ ক্রোমোপ্লাস্টিডের কাজ হল ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা।


Download Model Activity Task 2022 Apps


৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ


৩.১ "লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো" - এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয়?

উত্তরঃ "লোহিত রক্তকনিকার আকৃতি দুপাশ চ্যাপটা এবং চাকতির মতো" - হওয়ার জন্য এটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় যা এদের মধ্যে বেশি পরিমাণ অক্সিজেন পরিবহণে সাহায্য করে। এ ছাড়াও দ্বি-অবতল আকারহেতু লোহিত রক্তকনীকা সহজেই বিভিন্ন ব্যাসের রক্তনালির মধ্যে দিয়ে সঞ্চারিত হতে পারে।


৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো।

উত্তরঃ 

মিল ঃ কোশ পর্দা ও কোশ প্রাচীর উভয়ই কোষের বাইরে আবরণ হিসেবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে কোশকে রক্ষা করে। 

অমিলঃ কোশ পর্দা প্রাণী ও উদ্ভদ উভয় কোশেই থাকে। কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোশে থাকে। 


৩.৩ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো।

উত্তরঃ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হল -

(১) কোশের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

(২) এন্ডোপ্লাজমীয় জালিকা কোশের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, ফলে কোশের রাসানিক বিক্রিয়াগুলি কোশের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে।

(৩) মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।


৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? 

উত্তরঃ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় -

(১) ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।

(২) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের (মূল, কান্ড ও পাতা) অন্তর্গত পর্যবেক্ষনের জন্য।

(৩) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য।

(৪) কোশের ভেতরের অঙ্গাণু ও কোশের বাইরের পর্দার গঠন জানার জন্য।


৪। তিন-চারটি বাক্যে উত্তর দাও ঃ


৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?

উত্তরঃ উদ্ভিদকশে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।


৪.২ স্থায়ী কলার কাজ কী কী?

উত্তরঃ স্থায়ী কলার কাজগুলি হল -

(১) এই কলা উদ্ভিদকে দৃড়তা প্রদান করে।

(২) স্থায়ী কলা উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করে।

(৩) খাদ্য ও জল সংবহনে সাহায্য করে।

(৪) এই কলা খাদ্য ও জল সঞ্চয়ে সাহায্য করে।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close