মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান ঃ ২০
১। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ
Download Model Activity Task 2022 Apps
(ক) WHO এর পুরো কথাটি হলো - World ___________ Organization
উত্তরঃ Health
(খ) সংক্রামক রোগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই - ___________ পানীয় জলে ব্যবস্থা।
উত্তরঃ নিরাপদ
(গ) সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রোগমুক্ত জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর ___________ গড়ে তোলা।
উত্তরঃ পরিবেশ
(ঘ) কোনো দেশের ___________ নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে।
উত্তরঃ উন্নয়ন
(ঙ) কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্য সফল হয় না, সংক্রামক রোগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলো __________ মূল উদ্দেশ্য।
উত্তরঃ স্বাস্থ্যবিধানের
Download Model Activity Task 2022 Apps
(চ) ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা __________ ভোগেন।
উত্তরঃ রক্তাল্পতায়
২। কয়েকটি বাক্যে উত্তর দাও ঃ
(ক) স্বাস্থ্যবিধান কাকে বলে?
উত্তরঃ দেশের আপামর জনসাধারণের সার্বিক উন্নতির প্রথম ও প্রধান পদক্ষেপ হিসাবে সার্বিক স্বাস্থ্যবিধানের গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ও সুস্থতা, পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশের উপর নির্ভর করে সমাজের উন্নতি। স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই এককথায় স্বাস্থ্যবিধান বলে।
(খ) স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগের নামগুলি লেখো।
উত্তরঃ স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগের নামগুলি হল -
(১) কোভিড - ১৯ (২) টিটেনাস (৩) ডেঙ্গু (৪) টাইফয়েড (৫) কলেরা (৬) চিকুনগুনিয়া (৭) আলসার (৮) বার্ড ফ্লু (৯) পোলিও (১০) ডায়ারিয়া (১১) ম্যালেরিয়া (১২) কালাজ্বর (১৩) ফাইলেরিয়া (১৪) হেপাটাইটিস (১৫) চর্মরোগ।
(গ) স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখো।
উত্তরঃ (১) উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে।
(২) শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে।
(৩) বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়।
(৪) পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়।
(৫) বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে।
(৬) শিশুদের অধিকাএ সুরক্ষিত হয়।
৩। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও ।
(ক) নির্মল গ্রাম / নির্মল শহরের শর্তগুলি তালিকাভুক্ত করো।
উত্তরঃ (১) গ্রামের সন্নিকটে জঞ্জাল, বাঁশঝাড়, নদীর ধার, পুকুরপাড়ে অথবা গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না।
(২) গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।
(৩) গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়মভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও করতে হবে।
(৪) গ্রামের সংগৃহীত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের জন্য পঞ্চায়েতকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(৫) পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না।
(৬) প্রতিটি শৌচাগারে পরিষ্কার - পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো - বাতাসের সংস্পর্শে রাখতে হবে।
(৭) সমস্ত খাটাল ও গোয়াল পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে হবে।
(৮) প্রতিটি গ্রন্থ পঞ্চায়েত শতকরা ১০০ জন ও তার বেশি পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করা।
(খ) আয়োডিনের অভাবজনিত রোগের উপসর্গগুলি লেখো।
উত্তরঃ
শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা যায় -
(১) মানসিকভাবে কমজোরি ও জড়বুদ্ধিসম্পন্ন শিশু।
(২) পড়াশোনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া।
(৩) শরীরের বিকাশ ঠিকমতো হয় না, বামনও হতে পারে।
(৪) শক্তির অভাবে ক্লান্ত মন ও শরীর।
বয়স্কদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে যে যে উপসর্গ দেখা যায় -
(১) কর্মক্ষমতা ও ইচ্ছার অভাব
(২) স্থূলতা
(৩) গলগন্ড
(৪) হঠাৎ গর্ভপাত
(৫) গর্ভস্থ শিশুর মৃত্যু
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ