LightBlog
Model Activity Task Class 8 Geography 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 8 Geography 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

পরিবেশ ও ভূগোল

পূর্ণমান ঃ ২০


১। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


Download Model Activity Task 2022 Apps


১.১ মহীসঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন -

(ক) মর্গ্যান

(খ) পিচোঁ

(গ) পার্কার

(ঘ) ওয়েগনার

উত্তরঃ (ঘ) ওয়েগনার


১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে -

(ক) মহাদেশীয় - মহাদেশীয় পাতের সংঘর্ষে

(খ) মহাদেশীয় - মহাসাগরীয় পাতের সংঘর্ষে

(গ) মহাসাগরীয় - মহাসাগরীয় পাতের সংঘর্ষে

(ঘ) মহাদেশীয় - মহাদেশীয় পাতের পরস্পর বিপরীত্মুখী চলনে

উত্তরঃ (খ) মহাদেশীয় - মহাসাগরীয় পাতের সংঘর্ষে


১.৩ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে -

(ক) গাইজার

(খ) ম্যাগমা

(গ) সুনামি

(ঘ) অগ্ন্যুদগম

উত্তরঃ (গ) সুনামি


২.১ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.১.১ গঠনকারী পাতসীমানা

২.১.২ পাহোহো

২.১.৩ মাউন্ট পোপো

১। মৃত আগ্নেয়গিরি

২। পরস্পর বিপরীতমুখী পাতের চলন

৩। লাভা

উত্তরঃ


Download Model Activity Task 2022 Apps


‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.১.১ গঠনকারী পাতসীমানা


২.১.২ পাহোহো

২.১.৩ মাউন্ট পোপো

(২) পরস্পর বিপরীতমুখী পাতের চলন

(৩) লাভা

(১) মৃত আগ্নেয়গিরি


২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও ঃ


২.২.১ কোন পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না?

উত্তরঃ নিরপেক্ষ পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয়া না।


২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়?

উত্তরঃ প্রাথমিক তরঙ বা P তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হয়।


৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ


৩.১ অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন?

উত্তরঃ অভিসারী পাতসীমানায় পাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়।

যেমন - প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল।


৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

উত্তরঃ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য হল -

প্রথমত, ভূমিকম্পের কেন্দ্র হল সেই অবস্থান যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয়, আর ভূমিকম্পের উপকেন্দ্র হল কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বিন্দু যেখানে প্রথম কম্পন এসে পৌঁছায়।

দ্বিতীয়ত, ভূমিকম্পের কেন্দ্র হল সেই জায়গা যেখানে ভূমিকম্প শুরু হয়, কিন্তু ভূমিকম্পের উপকেন্দ্র হল সেই জায়গা যেখানে ভূমিকম্প অনুভূত হয় এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়।


৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


'প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়' ভূমিকম্পপ্রবণ কেন?

উত্তরঃ পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের আকারে ঘিরে রেখেছে। আবার প্রশান্ত মহাসাগরীয় পাতগুলি সর্বদাই চলনশীল হওয়ায় পাত সীমানায় পর্বত গঠন, নতুন ভূ-ত্বকের, পুরাতন ভূ-ত্বকের বিনাশ, অগ্ন্যুৎপাত প্রভৃতি হয়। এর ফলে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়ে পৃথিবীর প্রায় ৭০ শতাংশ ভূমিকম্প হয় এই বলয়ে।


৫। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


কীভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তরঃ অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপারের ঘটনা দেখা যায়। 


দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবে গড়ে উঠেছে। পাত দুটোর একটি সামুদ্রিক ও আর একটি মহাদাশীয় হল মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি করে। আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এভাবেই সৃষ্টি হয়েছে। আবার পাতদুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close