মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান ঃ ২০
১। ঠিক উত্তর নির্বাচন করো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো -
(ক) কার্বোহাইড্রেট
(খ) ভিটামিন
(গ) লিপিড
(ঘ) প্রোটিন
উত্তরঃ (খ) ভিটামিন
১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো -
(ক) সোডিয়াম
(খ) আয়রন
(গ) আয়োডিন
(ঘ) ক্যলশিয়াম
উত্তরঃ (গ) আয়োডিন
১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো -
(ক) আনারস
(খ) আনারসের জ্যাম
(গ) আম
(ঘ) কোল্ড ড্রিংক্স
উত্তরঃ (খ) আনারসের জ্যাম
২। শূণ্যস্থান পূরণ করো ঃ
২.১ প্রোটিনের অভাবে __________ রোগ হয়।
উত্তরঃ কোয়াশিওরকর
Download Model Activity Task 2022 Apps
২.২ চুল ও নখে __________ প্রোটিন থাকে।
উত্তরঃ কেরাটিন
২.৩ আয়রন __________ পরিবহণে সাহায্য করে।
উত্তরঃ অক্সিজেন
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো।
উত্তরঃ ডাঁটাশাক, আপেল, পেঁপে ইত্যাদি।
৩.২ ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়?
উত্তরঃ (১) এই রোগের ফলে দেহের ওজন কমে যায়।
(২) দেহের রং ফ্যাকাশে হয়ে যায়।
(৩) দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে।
(৪) রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়।
৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ লিপিড দেহে শক্তির উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়। আবার শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিন্ড, রক্তানালী ও যকৃতের নানা সমস্যা তৈরি হয়।
৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখো।
উত্তরঃ লেবু জাতীয় ফল, অঙ্কুরিত বীজ, কাঁচালঙ্কা, টম্যাটো, পেয়ারা ইত্যাদি।
৪। তিন-চারটি বাক্যে উত্তর দাও ঃ
৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা হল -
(১) ফাইটোকেমিক্যালস অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
(২) ফাইটোকেমিক্যালস চোখ ভালো রাখতে সাহায্য করে।
(৩) আমাদের হৃদপিন্ড ভালো রাখতে সাহায্য করে।
(৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
(৫) মানবদেহে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
(৬) ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।
(৭) ফাইটোকেমিক্যালস হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তরঃ জীবদেহে জলের ভূমিকা হল -
(১) মানবদেহের কলার সংবহনতন্ত্র সংগঠনের মূল উপাদান হিসেবে কাজ করা।
(২) জীবদেহের সকল শারীরবৃত্তীয় কাজ ও বিক্রিয়া সম্পন্ন করা।
(৩) দেহতাপ সংরক্ষনে ও দেহে উৎপন্ন তাপকে দেহের সর্বত্র পরিবহনে সাহায্য করা ।
(৪) দেহ থেকে বর্জ্যপদার্থ নিষ্কাষণে সাহায্য করা।
(৫) উদ্ভিদদেহে খাদ্যসংশ্লেষণের মূল উপাদান হিসেবে কাজ করা।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ