মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
ইতিহাস
পূর্ণমান ঃ ২০
১। শূন্যস্থান পূরণ করো ঃ
Download Model Activity Task 2022 Apps
(ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের __________।
উত্তরঃ ঐতরেয় আরণ্যকে
(খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয় __________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ১৯৭১
(গ) শশাঙ্কের রাজধানী ছিল __________।
উত্তরঃ কর্ণসুবর্ণ
(ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল __________।
উত্তরঃপূর্ববঙ্গের বিক্রমপুরে
২। স্তম্ভ মেলাও ঃ
উত্তর ঃ
Download Model Activity Task 2022 Apps
৩। একটি-দুটি বাক্যে উত্তর দাও ঃ
(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?
উত্তরঃ ভাগীরথী, পদ্মা ও মেঘনা - এই তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল।
(খ) কে 'গঙ্গাইকোন্ডচোল' উপাধি নিয়েছিলেন?
উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল
(গ) 'খলিফা' শব্দের অর্থ কী?
উত্তরঃ প্রতিলিধি বা উত্তরাধিকারী
৪। চার-পাঁচটি বাক্যে উত্তর দাও ঃ
(ক) মাৎন্যায় কী?
উত্তরঃ মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ঐ যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলার কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে (আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ)। ঐ সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়।
(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহ কারা নেতৃত্বে দিয়েছিলেন?
উত্তরঃ পালশাসনে একাদশ শতকের দ্বিতীয়ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল।
এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য (দিব্বোক), রুদোক এবং ভীম।
(গ) ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কীভাবে?
উত্তরঃ ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বাণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মোহনায়, মালাবারে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতা এক উজ্জ্বল নিদর্শন। ঐ যুগে বাগদাদের খলিফার উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ইত্যাদি। আরবি ভাষায় অনূদিত হয়েছিল।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ