মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান ঃ ২০
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে ✔ চিহ্ন দাও ঃ
Download Model Activity Task 2022 Apps
(ক) খেলা (Play) কী?
(i) আইনের অনুশাসন
(ii) সহজাত প্রবৃত্তি
(iii) পেশাদারিত্ব
(iv) সবকয়টি
উত্তরঃ (ii) সহজাত প্রবৃত্তি
(খ) গ্রিক কোন শব্দ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে?
(i) অ্যাথলস
(ii) জিমনা
(iii) জিমনস
(iv) জিমনাস
উত্তরঃ (iii) জিমনস
(গ) কখন উষ্ণীকরণ করা উচিত?
(i) খেলার সময়
(ii) খেলা শেষ হবার পরে
(iii) খেলা শুরুর আগে
(iv) খেলা শুরুর আগে ও পরে
উত্তরঃ (iii) খেলা শুরুর আগে
(ঘ) ড্রিল কী?
(i) ছন্দময় ব্যায়াম
(ii) শৃঙ্খলাবদ্ধ ব্যায়াম
(iii) সৌন্দর্যমূলক ব্যায়াম
(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমূলক সমষ্টি
উত্তরঃ (iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমূলক সমষ্টি
(২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করো ঃ
উত্তরঃ
Download Model Activity Task 2022 Apps
(৩) শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানটি পূরণ করো ঃ
(ক) একটি দেশ কেবল কাগজের __________ নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে।
উত্তরঃ মানচিত্র
(খ) জাতিয় জাগরণের এবং উন্নয়নের জন্য __________ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।
উত্তরঃ জাতীয় সংহতি
(গ) __________ একটি খেলার উদাহরণ।
উত্তরঃ ফুটবল
(ঘ) ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই __________ বলা হয়।
উত্তরঃ অ্যাথলেটক্স
(ঙ) একতা ও অনুশাসন __________ -র মূলমন্ত্র।
উত্তরঃ এন সি সি
(চ) ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলো __________।
উত্তরঃ লাল-হলুদ
শব্দ ঝুড়ি ঃ লাল-হলুদ, এম সি সি, মানচিত্র, জাতীয় সংহতি, ফুটবল, অ্যাথলেটিক্স, কানামাছি।
(৪) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও ঃ
(ক) জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করো।
উত্তরঃ
(১) খেলাধুলা ও শারীর শিক্ষার বিভিন্ন কার্যক্রমে সব ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ-বৌদ্ধ তাদের ধর্মীয় বিভেদ ভুলে দিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। এই সর্বধর্ম সমন্বয়ের ফলেই জাতীয় সংহতি আরো সুদৃঢ় হয়।
(২) বিভিন্ন দলগত খেলার মাধ্যমে উচ্চবর্ণ নিম্নবর্ণ ইত্যাদি বর্ণভেদপ্রথা অবলুপ্ত হয়েছে। যার ফলে মানুষের মধ্যে জাতীয় সংহতি আরো বৃদ্ধি পেয়েছে।
(৩) বিভিন্ন দলগত খেলাধুলার মাধ্যমে পরসস্পরের প্রতি সহযোগী সহমর্মী মনোভাব গড়ে উঠেছে।
(৪) খেলাধুলার বিভিন্ন দক্ষতা ব্রিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন শিবিরের আয়োজন করা যায় মাধ্যমে জাতীয় সংহতি আরো দৃঢ় হয়।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ