Model Activity Task Class 7 Geography 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 7 Geography 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

পরিবেশ ও ভূগোল

পূর্ণমান ঃ ২০


১। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


Download Model Activity Task 2022 Apps


১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত -

(ক) উত্তর গোলার্ধে

(খ) দক্ষিণ গোলার্ধে

(গ) পূর্ব গোলার্ধ

(ঘ) পশ্চিম গোলার্ধে

উত্তরঃ (ক) উত্তর গোলার্ধে


১.২ ভূ-গোলকে একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলো -

(ক) ০⁰

(খ) ৯০⁰

(গ) ৬০⁰

(ঘ) ৩০⁰

উত্তরঃ (খ) ৯০⁰


১.৩ ভূ-গোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা -

(ক) উপবৃত্ত

(খ) পূর্ণবৃত্ত

(গ) অর্ধবৃত্ত

(ঘ) সরলরৈখিক

উত্তরঃ (গ) অর্ধবৃত্ত


২.১ শূন্যস্থান পূরণ করো ঃ


২.১.১ ১⁰ দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে __________ ঘন্টা।

উত্তরঃ ৪ মিনিট


২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব __________ উপর সবচেয়ে বেশি।

উত্তরঃ নিরক্ষরেখার


Download Model Activity Task 2022 Apps


২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ ২৩⁰৩০’ উঃ

২.২.২ ০⁰

২.২.৩ ৮২⁰৩০’ পূঃ

১। মূলমধ্যরেখা

২। ভারতের প্রমাণ সময়

৩। কর্কটক্রান্তি রেখা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ ২৩⁰৩০’ উঃ

২.২.২ ০⁰

২.২.৩ ৮২⁰৩০’ পূঃ

৩। কর্কটক্রান্ত রেখা

১। মূলমধ্যরেখা

২। ভারতের প্রমান সময়


৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ


৩.১ অক্ষরেখা কাকে বলে?

উত্তরঃ নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা।


৩.২ GPS - এর দুটি উপযোগিতা উল্লেখ করো।

উত্তরঃ GPS এর দুটি উপযোগিতা নীচে আলোচনা করা হল -

(১) GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়।

(২) GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্নয় করতে হবে।


৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

উত্তরঃ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য হল -

প্রথমত, অক্ষরেখাগুলো পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে, কিন্তু দ্রাঘিমারেখাগুলো পৃথিবীকে উত্তর-দক্ষিণে বেষ্টন করে আছে।

দ্বিতীয়ত, নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, আর মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমারেখা গণনা করা হয়।

তৃতীয়ত, অক্ষরেখাগুলো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত, তবে দ্রাঘিমারেখাগুলো পূর্ব দ্রাঘিমারেখা ও পশ্চিম দ্রাঘিমারেখা নামে পরিচিত।


৫। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


চিত্রসহ কোনো স্থানের নির্ণয়ের পদ্ধতিটি লেখো।

উত্তরঃ

দ্রাঘিমা নির্ণয় ঃ মূলমধ্যরেখা থেকে পূর্বদিকে ১৮০ ডিগ্রী পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলে। আর, মূলমধ্যরেখা থেকে পশ্চিম দিকে ১৮০ ডিগ্রী পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলে। পৃথিবী গোলাকার হওয়ায় ১৮০ ডিগ্রী পূর্ব ও ১৮০ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা রেখা হল একই রেখা।


     কোন স্থানের দ্রাঘিমা কত, তা বের করতে হলে ঐ স্থানটি যে দ্রাঘিমা রেখার ওপর আছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু (Q) থেকে ভূ-কেন্দ্র (O বিন্দু) পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার মূলমধ্যরেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু P থেকে ভূ-কেন্দ্র পর্যন্ত আরও একটি ব্যাসার্ধ ভূ-কেন্দ্রে নিরক্ষীয় তলের ওপর যে কোণ (<POQ) উৎপন্ন করবে সেই কোণই হবে মূলমধ্যরেখা থেকে ঐ স্থানের কৌণিক দূরত্ব বা দ্রাঘিমা। ছবিতে এই কৌণিক মাস হল ৮৮ ডিগ্রী ৩০ মিনিটা পূর্ব।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close