মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
বাংলা
পূর্ণমান ঃ ২০
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে -
(ক) ইরানীয়
(খ) তুর্কি
(গ) স্পার্টা
(ঘ) মুর
উত্তরঃ (ঘ) মুর
১.২ মুর সেনাপতি আরব শিবির এসেছিলেন -
(ক) ঘোড়ায় চড়ে
(খ) উটে চড়ে
(গ) হাতিতে চড়ে
(ঘ) রথে চড়ে
উত্তরঃ (ক) ঘোড়ায় চড়ে
১.৩ 'আপনি সত্বর প্রস্থান করুন।' - একথা বলেছেন -
(ক) আরবরাজ
(খ) আরব সেনাপতি
(গ) মুরবাজ
(ঘ) মুর সেনাপতি
উত্তরঃ (খ) আরব সেনাপতি
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ 'আশ্রয়-প্রার্থনা করিলেন।' - কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে?
উত্তরঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুদ আতিথেয়তা গল্পে মুর সেনাপতি আরব শিবিরে এসে আশ্রয় প্রার্থনা করলেন।
Download Model Activity Task 2022 Apps
২.২ 'সন্দিহানচিত্তে শয়ন করিলেন।' - কেন তার মনে সন্দেহ জেগেছে?
উত্তরঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'অদ্ভুত আতিথেয়তা' গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে।
আরব সেনাপতি এবং মুর সেনাপতি যখন নিজ নিজ বংশের পূর্বপুরুষের গৌরবের কথা বলছিলেন তখন হঠাৎ আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে যায় এবং হঠাৎ তার আচরণও পাল্টে যায়, তাই মুর সেনাপতি সন্দিহান চিত্তে শয়ন করলেন।
২.৩ 'আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই।' - বক্তা কেন একথা বলেছেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে উভয় সেনাপতি যখন কথোপকথন করছিলেন তখন মুর সেনাপতির কোথায় আরব সেনাপতি জানতে পারেন যে মুরসেনাপতির পূর্বপুরুষ তার পিতৃহন্তা, তাছাড়া সে বিপক্ষীয় তো বটেই। তাই আরব সেনাপতি উপরোক্ত উক্তিটি বলেছেন।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ 'কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল।' - কার কথা বলা হয়েছে? এর ফলে কী ঘটেছিল?
উত্তরঃ বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে এক মুর সেনাপতির কথা এখানে বলা হয়েছে।
'দিকভ্রম' হওয়ার ফলে তিনি সঠিক দিকনির্ণয় করতে পারলেন না। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে অত্যন্ত পীড়িত অবস্থায় তিনি বিপক্ষ আরবসেনার শিবিরে উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন।
৩.২ 'এই সময়ে, সাহস আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল।' - আরবসেনাপতির মুখ বিবর্ণ হলো কেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন, তখন দুই সেনাপতিই নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয়কাহিনি বা সংগ্রামের কাহিনি বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে, মুর সেনাপতিই তার পিতৃহন্তা। একথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছে।
৩.৩ 'এই বলিয়া, আরব সেনাপতি, সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক, তাঁহাকে বিদায় দিলেন।' - আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তির কী বলেছিলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'অদ্ভুদ আতিথেয়তা' গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতি যখন একাসনে বসে বিভিন্ন বিষয়ে কথোপকথনে মগ্ন ছিলেন, তখন মুর সেনাপতির কথায় আরব সেনাপতি বুঝতে পারেন যে, মুর সেনাপতির তার পিতার হত্যার জন্য দায়ী। তখন আরব সেনাপতি প্রতিজ্ঞা করেন যে, সূর্যোদয়ের পরেই তিনি মুর সেনাপতিকে বৈরসাধন সংকল্প চরিতার্থতায় হত্যা করার জন্য উদ্যত হবেন। পরের দিন প্রত্যুষে তিনি মুরসেনাপতিকে এবিষয়ে সর্তক করেন এবং সূর্যোদয়ের পূর্বে তাকে শিবির ত্যাগ করতে বলেন। তিনি আরও বলেন যে, মুরসেনাপতিকে তিনি যে ঘোড়াটি দিয়েছেন তা তার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়। যদি ঘোড়াটি দ্রুতবেগে যেতে পারে তবে তাদের দুজনেই প্রাণরক্ষার সম্ভাবনা রয়েছে। এই কথাগুলিই আরবসেনাপতি মুরসেনাপতিকে বলেছিলেন।
৪। নীচের প্রশ্নটির নিজের ভাষায় লেখো ঃ
'অদ্ভুত আতিথেয়তা' গল্পে আবর সেনাপতির আতিথেয়তাকে 'অদ্ভুত' বলা হয়েছে কেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে জনৈক আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে।
একজন ক্লান্ত-অবসন্ন মুর সেনাপতি দিগভ্রম করে আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি বিপক্ষীয় সেনা জেনেও তাকে আশ্রয় দেন। এরপর তার আহার ও নিদ্রারও সুব্যবস্থা করে দেন। বিদায়কালে তার জন্য তেজস্বী ঘোড়ার ব্যবস্থাও রাখেন, তিনি যাতে নির্বিঘ্নে আপন শিবিরে ফিরে যেতে পারেন। এইভাবে তার স্বাচ্ছন্দ্যের সমস্তরকম ব্যবস্থা করে নিজের আতিথেইয়তা ধর্মপালন করেন।
মুর সেনাপতির সঙ্গে কথোপকথনকালে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতিই তার পিতৃহন্তা, অর্থাৎ তার সবচেয়ে বড়ো শত্রু। তবু মুর সেনাপতির কোনো অনিষ্ট তো তিনি করেনইনি, বরং তার আহার ও নিদ্রার সুব্যবস্থা করে দিয়েছেন। সে যাতে সুর্যোদয়ের পূর্বে নির্বিঘ্নে বিপক্ষশিবির ত্যাগ করতে পারে তারও ব্যবস্থা করে দিয়েছেন। আরবজাতির অতিথির কোনো অনিষ্ট কল্পনাও করে না। এমন ধরনের আতিথেয়তা সত্যিই বিরল ও অদ্ভুত। তাই আরব সেনাপতির আতিথেয়তাকে অদ্ভুত আতিথেয়তা বলা হয়েছে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ