মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
স্থাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান ঃ ২০
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো ঃ
Download Model Activity Task 2022 Apps
(ক) মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না?
(i) কিডনি
(ii) হার্ট
(iii) লিভার
(iv) ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র
উত্তরঃ (iv) ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র
(খ) শিশুদের রোদে বাড়িয়ে বাইরে বেরোনোর আগে কী করতে হবে?
(i) পর্যাপ্ত পরিমাণে তেল মশলা খেতে হবে
(ii) জল খাওয়া থেকে বিরত থাকতে হবে
(iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে
(iv) মধু খেতে হবে
উত্তরঃ (iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে
(গ) শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে?
(i) জাঙ্কফুড
(ii) ফাস্টফুড
(iii) সহজপাচ্য খাবার
(iv) অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার
উত্তরঃ (iii) সহজপাচ্য খাবার
(ঘ) রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কী করতে হবে?
(i) বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে
(ii) রোগীর জ্ঞান হারালে কৃত্রিক শ্বাসপ্রক্রিয়া চালু করতে হবে
(iii) দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে
(iv) উপরের সবকটি
উত্তরঃ (iv) উপরের সবকটি
(ঙ) হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে?
(i) চেয়ারে বসিয়ে রাখতে হবে
(ii) অর্ধ শুইয়ে রাখতে হবে
(iii) শুইয়ে রাখতে হবে
(iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে
উত্তরঃ (iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে
(চ) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কী কী?
(i) অসুস্থ ব্যক্তির জীবনরক্ষা করা
(ii) অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা
(iii) অবস্থার ক্রমোন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা
(iv) উপরের সব কয়টি ক্ষেত্র
উত্তরঃ (iv) উপরের সব কয়টি ক্ষেত্র
Download Model Activity Task 2022 Apps
(ছ) ফুটবল খেলার সময় কাঁটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে ব্যাথার সাময়িক উপশমে।
(i) তরল জীবাণুনাশক
(ii) মারকিউরোক্রোম সলিউশন
(iii) শীতকারক স্প্রে
(iv) লিউকোপ্লাস্ট
উত্তরঃ (iii) শীতকারক স্প্রে
(জ) রোগের সময় বাড়ীর বাইরে বেরোতে হলে কী ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে?
(i) ছাতা, টুপি, রুমাল, ওড়না, টর্চলাইট
(ii) টেরিকটের পোশাক, হাত পাখা, রুমান
(iii) সারাদেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা
(iv) উপরের সব কটি
উত্তরঃ (iii) সারাদেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা
২। রচনাধর্মী যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও ঃ
(i) হিটস্ট্রোক সম্বন্ধে যা জানো লেখো।
উত্তরঃ শরীরের ভিতরের তাপমাত্রা বাড়তে পারে না। কিন্তু ঘাম বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে, দেহের তাপনিয়ন্ত্রক কেন্দ্র আর কাজ করছে না। ফলে শরীরের তাপ বাওরে বেরোতে পারে না। বাইরের পরিবেশের তাপমাত্রা আস্বাভাবিক বেড়ে গিয়ে, শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকেই বলে হিট স্ট্রোক।
হিট স্ট্রোকের উপসর্গ ঃ
(১) বমিবমি ভাব থাকলেও বমি হয় না।
(২) রোগী জ্ঞান হারাতে পারে।
(৩) হৃৎপিন্ডের গতি বাড়ে, নাড়ি দ্রুত আর ক্ষীণ হয়ে যায়।
(৪) ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়া যায়।
(৫) শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
(৬) শরীরে ঝিমনিভাব দেখা যায়।
(৭) শরীর ঠান্ডা, স্যাঁতসেঁতে ও নিস্তেজ হয়ে যেতে পারে।
(৮) চলাফেরা করবার ক্ষমতা কমে যায় এবং ক্লান্তিতে শরীর দুর্বল ও অবশ হয়ে যায়।
(ii) প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি (Golden Rules) লেখো।
উত্তরঃ প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হিবে সতর্ক, বিচারশীল, সদাজাগ্রত ও নির্ভীক। তাই প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম হলো
(১) ধীরস্থিরিভাবে প্রত্যেকটি কাজকে যথাওথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ যালিয়ে যেতে হবে।
(২) শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে।
(৩) দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে।
(৪) অভিঘাত/শকের চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থার মাধ্যমে।
(৫) রোগীর পক্ষে ক্ষতিকারক, এইরূপ কোনো কাজ করা উচিত নয়।
(৬) আহতকে আশ্বস্ত করে সাত্ত্বনা দিয়ে রাখতে হবে।
(৭) অপ্রযোজনে রোগীর গায়ের বস্ত্র খোলানো উচিত নয়।
(৮) জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া - বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে।
(৯) আঘাতের কারক অনুসন্ধান করতে হবে।
(১০) রোগীর স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে,যাতে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া যায়।
(iii) প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো।
উত্তরঃ বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। এগুলির মধ্যে অন্যতম হলো মারকিউরোক্লোম, বেনজিন, যে লে বেটাডিন প্রভৃতি। বর্তমানে ক্রীড়া সংক্রান্ত পাথমিক চিকিৎসার বাক্সে ওষুধ তে শেতলকারক স্প্রে থাকা বাঞ্চনীয়।
বিভিন্ন প্রকার ড্রেসিং ঃ
১", ২", ৩" জীবাণুমুক্ত গোটানো ব্যান্ডেজ।
ত্রিকোণ ব্যান্ডেজ।
জীবাণুমুক্ত তুলোর প্যাকেট।
জীবাণুমুক্ত গজের প্যাকেট।
নিউকোপ্লাস্ট।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ