2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
ষষ্ঠ শ্রেণি
দেশাত্মবোধ
Download App For : Model Activity Task 2022
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।
(ক) ১৯৪৭ সালের কত তারিখে গণ-পরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়?
(i) ১৪ আগস্ট
(ii) ২২ জুলাই
(iii) ১৫ আগস্ট
(iv) ৩ জুন
উত্তরঃ (ii) ২২ জুলাই
(খ) টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে?
(i) 5"Х 4"
(ii) 3"Х 3"
(iii) 6"Х 4"
(iv) 3"Х2"
উত্তরঃ (iii) 6"Х 4"
(গ) অশোক চক্রের নীল রং কীসের রং-এর সঙ্গে মিলে যায়?
(i) ময়ূরের পালকের রং
(ii) আকাশের রং
(iii) সমুদ্রের জলের রং
(iv) আকাশ ও সমুদ্র রং
উত্তরঃ (iv) আকাশ ও সমুদ্র রং
২। বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করো।
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
(ক) অশোক চক্রের ২৪টি
কাঁটা (খ) জাতীয় পালনীয়
দিবসে (গ) অশোক চক্র (ঘ) বিবর্ণ জাতীয়
পতাকা (ঙ) কবরে বা চিতায় |
(i) ফোটোরশ্মি (ii) ২৪ ঘন্টার প্রতীক (iii) জাতীয় পতাকা
সর্বসাধারণ ব্যবহার করতে পারেন (iv) ব্যবহার করা
যায় না (v) জাতীয় পতাকা দেওয়া
যায় না (vi) সর্বক্ষণের গতিশীলতার
প্রতীক |
উত্তরঃ
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
(ক) অশোক চক্রের ২৪টি
কাঁটা (খ) জাতীয় পালনীয়
দিবসে (গ) অশোক চক্র (ঘ) বিবর্ণ জাতীয়
পতাকা (ঙ) কবরে বা চিতায় |
(ii) ২৪ ঘন্টার প্রতীক (iii) জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন (vi) সর্বক্ষণের গতিশীলতার প্রতীক (iv) ব্যবহার করা যায় না (v) জাতীয় পতাকা দেওয়া যায় না |
৩। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
(ক) যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ___________ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তেলিত থাকা বাধ্যতামূলক।
উত্তরঃ যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তেলিত থাকা বাধ্যতামূলক।
(খ) ঝড়-বৃষ্টি যাই হোক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় __________ সূর্যাস্ত পর্যন্ত।
উত্তরঃ ঝড়-বৃষ্টি যাই হোক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত।
(গ) জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো __________ একই __________ তোলা বা ব্যবহার করা যায় না।
উত্তরঃ জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দন্ডে তোলা বা ব্যবহার করা যায় না।
৪। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :
(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও।
উত্তরঃ ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত প্রকৃতির। তিনটি রং হল - গেরুয়া রং, সাদা রং, নীল রং, মাঝে থাকে অশোকচক্র। জাতীয় পতাকার তিনটি রঙের ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে। যথা - গেরুয়া রং-ত্যাগ বা স্বার্থহীনতা ও শৌর্যের প্রতীক। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক এবং গাঢ় সবুজ রং জীবনধর্ম, নির্ভীকতা, সুজলা সুফলা সমৃদ্ধ-ভূমি এবং তারুণের প্রতীক। আর মাঝের আশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। এই আশোক চক্রে ২৪ টি কাঁটা দিয়ে ঘেরা থাকে।
(খ) কী কী ভাবে/ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার/উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো।
উত্তরঃ ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহারে উচিত -
(১) যেখানে জাতীয় পতাকা উত্তোলিত হবে, সেখানে পতাকার স্বাতন্ত্র্য বোধ গড়ে তুলতে হবে।
(২) পতাকাটি যে-কোনো সরকারি ভবনে উত্তোলিত করা হবে। এই পতাকাটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উড়বে।
(৩) বাজনার সাথে সাথে জাতীয় পতাকা ওঠাতে-নামাতে হবে।
(৪) জাতীয় পতাকার গেরুয়া রং সর্বদা ওপরে থাকবে।
(৫) স্কুল-কলেজ, খেলার মাঠে, ক্যাম্পে, কিংবা যে-কোনো বিশেষ অনুষ্ঠানে পতাকাকে যথেষ্ঠ সম্মান ও শ্রদ্ধার সাথে স্যালুট করতে হবে।
(৬) বিশেষ জাতীয় দিনে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, কিংবা যে-কোনো জাতীয় দিবসে সর্বসাধারণ এই পতাকা ব্যবহার করতে পারে।
(৭) প্রত্যেকে ভারতবাসীকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার সঙ্গে শপথ নিতে হয়।
ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহারে অনুচিত -
(১) কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না
(২) জাতীয় পতাকা কখনো ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ হিসেবে উত্তোলন করা যাবে না।
(৩) জাতীয় পতাকাকে কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা চলনে না।
(৪) রাষ্ট্রীয় শোক পালনের ক্ষেত্রে জাতীয় পতাকায় আবৃত করা হলেও কিন্তু চিতায় তাকে দেওয়া যাবে না।
(গ) ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি 'আনুগত্যের শপথ' বাক্যটি লেখো।
উত্তরঃ "আমরা, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র - এর প্রতীক, জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ নিলাম।"
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ