model activity task class 6 geography january 2022
Type Here to Get Search Results !

model activity task class 6 geography january 2022

 2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ষষ্ঠ শ্রেণি

পরিবেশ ও ভূগোল

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ সূর্যের আলোয় আলোকিত হয় না -

(ক) বুধ

(খ) চাঁদ

(গ) প্রক্সিমা সেনটাউরি

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (গ) প্রক্সিমা সেনটাউরি


১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল -

(ক) ছায়াপথ

(খ) নীহারিকা

(গ) ধূমকেতু

(ঘ) উল্কা

উত্তরঃ (খ) নীহারিকা


১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো -

(ক) বুধ

(খ) শুক্র

(গ) মঙ্গল

(ঘ) পৃথিবী

উত্তরঃ (খ) শুক্র


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থা পূরণ করো ঃ


২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলো ___________।

উত্তরঃ একটি বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো


২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ___________ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

উত্তরঃ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।



২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ আকাশ গঙ্গা

২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে

২.২.৩ বৃহত্তম গ্রহাণু

১। সেরেস

২। ছায়াপথ

৩। চাঁদ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ আকাশ গঙ্গা

২.২.২ নীল গ্রহের চারদিকে ঘোরে

২.২.৩ বৃহত্তম গ্রহাণু

২) ছায়াপথ

৩) চাঁদ

১) সেরেস


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয় কেন?

উত্তরঃ  সৌরঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া তড়িদাহত কণার স্রোতের মুখে পড়ে মাঝেমধ্যেই  মহাকাশে ভেসে থাকা কৃত্রিম উপগ্রহের ক্ষতি হয়।


৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হল -

(১) ধূমকেতু ঝাঁটার মতো লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক।

(২) সূর্যের কাছিকাছি এলে ধুমকেতুর ধুলো, গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়।

(৩) ধূমকেতুগুলি লোহা, নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে গঠিত।

(৪) ধূমকেতুর উজ্জ্বল মাথা ও তার পিছনে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাষ্পময় লেজ থাকে।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

উত্তরঃ গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য হল -

(১) গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে।

(২) গ্রহগুলি নক্ষত্রের তুলনায় আকারে ছোটো হয় তবে নক্ষত্রগুলি গ্রহের তুলনায় অনেক বেশি বড়ো হয়।

(৩) বেশির ভাগ গ্রহই ঘন কঠিন বস্তু কিন্তু নক্ষত্রগুলি জ্বলন্ত গ্যাসীয় পিন্ড।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :


আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তরঃ আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। ের ফলে জ্বলন্ত আগুণের গোলার মতো সূর্য থেকে আলো , উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা, গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ, উপগ্রহ । এই সবকিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌরপরিবার যার কেন্দ্রে অবস্থান করে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close