model activity task class 6 history january 2022
Type Here to Get Search Results !

model activity task class 6 history january 2022

2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ষষ্ঠ শ্রেণি

ইতিহাস

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক-ভুল নির্ণয় করো :


(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য।

উত্তরঃ ঠিক


(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন।

উত্তরঃ ভুল

(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু।

উত্তরঃ ঠিক


২. স্তম্ভ মেলাও :

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

শকাব্দ

গুপ্তাব্দ

হর্ষাব্দ

হর্ষবর্ধন

কণিষ্ক

প্রথম চন্দ্রগুপ্ত

উত্তরঃ

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

শকাব্দ

গুপ্তাব্দ

হর্ষাব্দ

কণিষ্ক

প্রথম চন্দ্রগুপ্ত

হর্ষবর্ধন





৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি - দুটি বাক্যে) :


(ক) কোন্‌ অঞ্চলের আর্যাবর্ত বলা হয়?

উত্তরঃ ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে স্পষ্ঠভাবে দুইভগে ভাগ করেছিল বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত। আর্যাবর্তের সীমানা অনেক সময় বদল হয়েছে। । এক সময় আর্যাবর্ত বলতে প্রায় পুরো উত্তর ভারতেই বোঝানো হত।


(খ) প্রায়-ঐতিহাসিক যুগ কাকে বলে?

উত্তরঃ যে সময়ের লেখা পাওয়া গেলেও পড়া যায় না, সেই সময়কে প্রায়-ঐতিহাসিক যুগ বলে।


৪. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) :


(ক) প্রশক্তি কী? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?

উত্তরঃ অনেক শাসকের গুণগান লেথ হিসাবে খোদাই করা হয়, সেগুলি কে প্রশস্তি বলে। যেমন - গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাবাবাদ প্রশস্তি।

ইতিহাস নির্মাণে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রা থেকে জানতে পারি -

১) মুদ্রার প্রাপ্তির স্থান থেকে বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়।

২) মুদ্রার গুণগত উৎকর্ষ ও অপকর্ষ থেকে সমকালীন অর্থনৈতিক সম্পর্কে ধারণা লাভ করতে পারি।

৩) মুদ্রার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে, কোন রাজার সময় তখনকার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল।

৪) দুটি দেশের মুদ্রার তুলনা করলে উভয়ের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথা জানা যায়।


(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী?

উতরঃ সাহিত্য উপাদানের সমস্যাগুলি হল -

(১) কাব্য-নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না।

(২) বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না।

(৩) সংস্কৃত না বোঝার জন্য অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল।

(৪) অনেক লেখার মধ্যে পখপাতিত্ব ছিল।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close